বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টিকিট বিক্রিতে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুদকের ঢাকা কার্যালয় থেকে একটি বিশেষ তদন্ত টিম বিসিবি কার্যালয়ে অভিযান শুরু করে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক জানিয়েছে, কালোবাজারির মাধ্যমে বিপিএলের টিকিট বিক্রির অভিযোগ উঠেছে বিসিবির নিরাপত্তা কর্মীসহ সংশ্লিষ্ট কিছু বিভাগের বিরুদ্ধে। এসব অভিযোগের ভিত্তিতেই এই অভিযান পরিচালিত হচ্ছে।
চলতি আসরে টিকিট বিক্রি থেকে বিসিবির আয় হয়েছে প্রায় ১৩ কোটি ২৫ লাখ টাকা। বিপুল এই অর্থের ব্যবস্থাপনা ও টিকিট সরবরাহ প্রক্রিয়া ঘিরে নানা অনিয়মের অভিযোগ সম্প্রতি আলোচনায় আসে।
টিকিট কালোবাজারি সংক্রান্ত অভিযোগের সত্যতা যাচাই ও দোষীদের চিহ্নিত করতেই এই অভিযান বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।