দক্ষিণী সিনেমা প্রেমীদের জন্য চমকপ্রদ খবর। 'রঙ্গস্থলম'–খ্যাত রাম চরণ ও সুকুমার জুটির প্রত্যাবর্তনের কথা শোনা গেলেও, হঠাৎ করেই বদলে যেতে পারে ‘আরসি ১৭’-এর পরিচালকের নাম।
গুঞ্জন উঠেছে, এই সিনেমায় সুকুমার নয়, পরিচালনার দায়িত্ব নিতে পারেন বলিউডে 'কিল' দিয়ে প্রশংসিত হওয়া নিখিল নাগেশ ভাট।
পরিবর্তনের নেপথ্যে কী রয়েছে?
প্রথমে জানা গিয়েছিল, ‘রঙ্গস্থলম’–এর মতোই আরেকটি গ্রামীণ ঘরানার গল্প নিয়ে ফিরবেন সুকুমার ও রাম চরণ। তবে নতুন তথ্য অনুযায়ী, রাম চরণ প্রথম থেকেই নিখিলের একটি গল্প প্রস্তাব শুনেছিলেন। সেসময় সেটি পছন্দ না হলেও, পরে সেই প্রস্তাব নতুনভাবে উপস্থাপন করলে মন জয় করে নেয় অভিনেতার। আর তাই বদলে যেতে পারে পরিচালকের চূড়ান্ত নাম।
নতুন গল্প, নতুন ঘরানা
‘আরসি ১৭’ আর গ্রামীণ গল্প নয়, এবার একেবারে আন্তর্জাতিক মানের এক অ্যাকশন থ্রিলার হতে চলেছে সিনেমাটি। থাকবে বিশ্বজুড়ে চিত্রায়ণ, নতুন যুগের প্রযুক্তি আর গতিশীল থ্রিলের মিশ্রণ। লক্ষ্য ২০২৬ সালের মার্চে মুক্তি।
সুকুমারকে ঘিরে নতুন আলোচনা
সুকুমার যদি সত্যি সত্যিই ‘আরসি ১৭’ থেকে সরে দাঁড়ান, তাহলে অবশেষে বাস্তবায়িত হতে পারে তাঁর বহু প্রতীক্ষিত স্বপ্ন–প্রজেক্ট—বলিউড তারকা শাহরুখ খানের সঙ্গে কাজ করার পরিকল্পনা।
বহুদিন ধরেই এই দুই তারকা একসঙ্গে কাজ করতে আগ্রহী ছিলেন। এবার হয়তো সেই সুযোগ এসে গেছে। এক সূত্র জানিয়েছে, তাঁদের সময়সূচি এবার মিলে যাচ্ছে এবং একটি বড় আকারের বলিউড-তেলেগু যৌথ প্রযোজনার কাজ শিগগিরই শুরু হতে পারে।
একটি টুইস্ট, দুই সম্ভাবনা
যদিও রাম চরণ–ভক্তরা সুকুমারকে মিস করবেন, তবে এই পরিবর্তন দুইটি সম্ভাব্য ব্লকবাস্টার ছবির পথ খুলে দিচ্ছে—
১. রাম চরণ ও নিখিল নাগেশ এর নতুন যুগের অ্যাকশন থ্রিলার
২. শাহরুখ খান ও সুকুমার–এর স্বপ্নের ফিউশন প্রজেক্ট
সব কিছু ঠিক থাকলে, আগামী এক-দেড় বছরে ভারতীয় সিনেমা পৌঁছাতে পারে এক নতুন বিশ্বমঞ্চে, যেখানে আঞ্চলিকতা নয়, প্রাধান্য পাবে গল্প, নির্মাণ ও আন্তর্জাতিক মানের বিনোদন।
আরএ