ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদের কাছে ছয় উইকেটের হারে প্লে-অফের শেষ আশাটুকুও হারাল লখনউ সুপার জায়ান্টস। ২০৬ রানের বিশাল টার্গেটে খেলতে নেমে লখনৌর বোলিং লাইনআপকে বিধ্বস্ত করে ১০ বল হাতে রেখেই ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় হায়দরাবাদ।
প্লে-অফে ওঠার জন্য বাকি থাকা তিনটি ম্যাচই জয়ী হতে হতো লখনউ। তবে টানা চতুর্থ পরাজয়ে সেই সমীকরণ আর বাস্তব হলো না। দুর্দান্ত শুরু করেও ৭ উইকেটে ২০৫ রানেই থেমে যেতে হয় লখনৌকে।
টস জিতে লখনউকে আগে ব্যাট করতে পাঠায় হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। শুরুতেই মিচেল মার্শ ও এইডেন মার্করাম মিলে ১১ ওভারে তুলেন ১১৫ রান। তবে মার্শ ৬৫ রানে ও মার্করাম ৬১ রানে আউট হলে লখনউর ইনিংসে নেমে আসে ধস। লখনউর অধিনায়ক ঋষভ পন্ত মাত্র ৭ রান করে ফেরেন—শেষ পাঁচ ইনিংসে চতুর্থবারের মতো এক অঙ্কে থেমে গেলেন তিনি। শেষদিকে নিকোলাস পুরানের ৪৫ রানের ইনিংসে ২০৫ রানের বড় সংগ্রহ পায় লখনউ।
জবাবে ব্যাট করতে নেমে হায়দরাবাদের হয়ে ব্যাট হাতে ঝড় তোলেন অভিষেক শর্মা। মাত্র ১৮ বলে তুলে নেন হাফসেঞ্চুরি। শেষ পর্যন্ত তিনি আউট হন ২০ বলে ৫৯ রান করে। পরবর্তীতে ইশান কিশানের ৩৫ ও হাইনরিখ ক্লাসেনের ৪৭ রানের ইনিংসের উপর ভর করে ১৮.২ ওভারে ৪ উইকেট হারিয়ে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় হায়দরাবাদ।
১২ ম্যাচ শেষে লখনৌর পয়েন্ট ১০। এখনো ২টি করে ম্যাচ বাকি থাকলেও রানরেট কম হওয়ায় লখনউর আর প্লে-অফ খেলার সম্ভাবনা নেই।
এদিকে, লখনউর এ পরাজয়ে গুজরাট টাইটানস, পাঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে প্লে-অফে জায়গা করে নেওয়ার লড়াইয়ে টিকে থাকলো মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস।
আরআর/এসএন