'প্রিয় ক্রিকেট, সুযোগ দাও' — করুণ নায়ারের সেই ডাক আজ পেলো উত্তর
মোজো ডেস্ক 07:06AM, Apr 14, 2025
দুই বছর আগে, এক আবেগঘন সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছিলেন— "প্রিয় ক্রিকেট, আরেকবার আমাকে সুযোগ দাও।"
আজ সেই অপেক্ষার অবসান! ফিরে এসে যেন নিজেকেই নতুন করে চিনিয়ে দিলেন করুণ নায়ার।
দিল্লি ক্যাপিটালসের জার্সিতে আজ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে একাদশে সুযোগ পেয়েই রঙিন এক ইনিংস খেললেন এই ডানহাতি ব্যাটার। মাত্র ৪০ বলে করলেন ৮৯ রান। ইনিংসটা শুধু রানেই নয়, ছিল ক্লাস, ছিল আত্মবিশ্বাস, আর ছিল ফিরে আসার গল্প।
অনেকদিন পর আইপিএলে সুযোগ পেয়ে সেটাকে কাজে লাগাতে ভুল করেননি নায়ার। বল হাতে প্রতিপক্ষের বোলারদের যেন পড়েই ফেলেছিলেন তিনি।
এই পারফরম্যান্স শুধু দিল্লির জন্য নয়, নায়ারের নিজের ক্যারিয়ারেও এক নতুন দিগন্ত খুলে দিতে পারে। আজকের ইনিংসটি স্মরণীয় হয়ে থাকবে ‘রিটার্ন অব করুণ’ হিসেবেই।