শাশুড়ির কথা শুনে কান্না করেন ঐশ্বরিয়া

শাশুড়ি ও পুত্রবধূর সম্পর্ক সাধারণত তিক্ত হয়, এমন গুঞ্জন প্রায়ই শোনা যায়, বিশেষ করে বচ্চন পরিবার নিয়ে। বলা হয়, জয়া বচ্চনের সঙ্গে বনিবনা না হওয়ার কারণেই ঐশ্বরিয়া বচ্চন পরিবারের সাথে দূরত্ব বজায় রাখেন। এমনকি গত বছর ঐশ্বরিয়া এবং অভিষেকের বিচ্ছেদ নিয়ে গুঞ্জনের মাঝে এই সম্পর্কের বিষয়ের কথা উঠেছিল।

তবে কি সত্যিই ঐশ্বরিয়া এবং জয়া বচ্চনের সম্পর্ক এতটাই খারাপ? শুরুতে তাদের সম্পর্ক তিক্ত ছিল না, বরং একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গেছে। এমনই একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে জয়া বচ্চন ঐশ্বরিয়ার প্রশংসা করতে দেখা যায়। ২০০৭ সালের একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেছিলেন, "আমি এর আগেও এই পুরস্কার পেয়েছি, তবে তখন গ্রহণ করিনি কারণ আমি মনে করেছিলাম তখন উপযুক্ত সময় নয়। কিন্তু আজ আমি এক অসাধারণ সুন্দরী ও ভালো মেয়ে হিসেবে শাশুড়ি হতে যাচ্ছি।"

জয়া আরও বলেন, "ঐশ্বরিয়ার মধ্যে মূল্যবোধ রয়েছে, সে নিজের সম্মান রাখতে জানে এবং তার হাসি খুব সুন্দর।" শাশুড়ির এমন প্রশংসা শুনে ঐশ্বরিয়ার চোখে জল চলে আসে, তবে মুখে হাসি ছিল। ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনুরাগীরা প্রশ্ন তুলেছেন, "কীভাবে এত ভালো সম্পর্কের মধ্যে তিক্ততা সৃষ্টি হলো?"


এসএস/এসএন 

Share this news on: