৩ উইকেটের সঙ্গে ৩ রেকর্ডে নাম লেখালেন রিশাদ

শুরু করা যাক পিএসএল থেকেই। পাকিস্তান সুপার লিগে বাংলাদেশের কোনো বোলারের করা সেরা বোলিং ফিগারের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন রিশাদ হোসেন। তিনি পেছনে ফেলেছেন সাকিব আল হাসানের লাহোরের বিপক্ষে ১৪ রানে ২ উইকেট নেওয়া বোলিং পারফরম্যান্সকে। এই তালিকায় শীর্ষে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

পিএসএলে বাংলাদেশের সেরা বোলিং ফিগার
৩/২১ - মাহমুদউল্লাহ রিয়াদ; প্রতিপক্ষ - করাচি কিংস (২০১৭)
৩/৩১ - রিশাদ হোসেন; প্রতিপক্ষ - কোয়েটা গ্ল্যাডিয়েটর্স (২০২৫)
২/১৪ - সাকিব আল হাসান; প্রতিপক্ষ - লাহোর কালান্দার্স (২০১৭)

৩১ রানে ৩ উইকেট নেয়ার দিনে পিএসএলে বিদেশিদের মধ্যে অভিষেকে সেরা বোলিং ফিগারে দুইয়ে চলে এসেছেন রিশাদ। কদিন আগেই লাহোরের বিপক্ষে ইসলামাবাদের পেসার জেসন হোল্ডার পেয়েছিলেন ৪ উইকেট। সেটাই সেরার তালিকায়। এরপরেই রিশাদের ৩ উইকেটের এই বোলিং ফিগার।

পিএসএলে বিদেশিদের মধ্যে অভিষেকে সেরা বোলিং ফিগার
৪/২৬ - জেসন হোল্ডার (ইসলামাবাদ ইউনাইটেড), প্রতিপক্ষ - লাহোর কালান্দার্স
৩/৩১ - রিশাদ হোসেন (লাহোর কালান্দার্স), প্রতিপক্ষ - কোয়েটা গ্ল্যাডিয়েটর্স

তৃতীয় রেকর্ড বাংলাদেশের সাপেক্ষে। বিদেশি ফ্র্যাঞ্চাইজ লিগে অভিষেক ম্যাচে দেশের খেলোয়াড়দের মধ্যে সেরা বোলিং ফিগার এতদিন পর্যন্ত ছিল তানজিম হাসান সাকিবের। গেল বছর গ্লোবাল সুপার লিগে করেছিলেন এই কীর্তি। সেটা গতকাল টপকে গেলেন রিশাদ.

ফ্র্যাঞ্চাইজ অভিষেকে বাংলাদেশের সেরা বোলিং ফিগার
৩/৩১ - রিশাদ হোসেন (লাহোর কালান্দার্স)। আসর- পিএসএল
২/২০ - তানজিম সাকিব (গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স)। আসর - গ্লোবাল সুপার লিগ
২/২৬ - মুস্তাফিজুর রহমান (সানরাইজার্স হায়দরাবাদ)। আসর - আইপিএল 


এসএস/এসএন 

Share this news on: