সিঙ্গাপুর থেকে অনলাইনে আদালতে সাক্ষী দিলেন প্রবাসী

মুন্সীগঞ্জ আদালতে বিচারাধীন এক মামলার সাক্ষ্য অনলাইনে দিয়েছেন সিঙ্গাপুরে প্রবাসী সাগর হাসান। আদালতের বিচারক চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন এই সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছেন।

রোববার (১৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে আদালতের বিচারকার্য চলাকালীন বিচারকের এজলাসে বসে এ সাক্ষ্য গ্রহণ করেন বিচারক। মামলার সাক্ষী সাগর হাসান মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার মূলচর গ্রামের সেকুল দেওয়ানের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৫ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নের পূর্ব ধোপরা পাশা জামে মসজিদের মাগরিবের নামাজ আদায়ের পর সাগর হাসান বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা করলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মূলচর গ্রামে মামলার বিবাদীরা সাগর হাসানকে হত্যার উদ্দেশ্যে সুইচ গিয়ার দিয়ে পেটে আঘাত করে।

এ ঘটনায় সাগর হাসানের বাবা সেকুল দেওয়ান বাদী হয়ে একই এলাকার রিহান হাওলাদারসহ দুইজনকে আসামি করে ঘটনার দুইদিন পর টঙ্গীবাড়ী থানায় মামলা করেন।

মামলা দায়েরের পর সাগর হাসান সিঙ্গাপুর চলে যান। বিচারাধীনে থাকা মামলায় বাদী সেকুল দেওয়ান আদালতে সাক্ষ্য দিলেও আহত সাগর হাসান প্রবাসে (সিঙ্গাপুর) থাকায় সাক্ষ্য দেওয়া সম্ভব না হওয়ায় মামলাটি নিষ্পত্তি হচ্ছিল না। এই বিষয়ে আদালতের বিচারক চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সাগর হাসান সিঙ্গাপুরে থাকা অবস্থায় আদালতের এজলাসে বসে অনলাইনের মাধ্যমে সাক্ষ্য গ্রহণ করেছেন। বিচারকের এমন সন্তুষ্টজনক কাজের ব্যাপক সাড়া পেয়েছে আদালত পাড়ায় ও বিচার প্রার্থীদের মধ্যে।

আদালতে আসা একাধিক বিচার প্রার্থী বলেন, আগে অনলাইনে সাক্ষী নেওয়ার কথা কখনো শুনিনি। যেহেতু আদালতের বিচারক এতো সুন্দরভাবে মোবাইল দিয়ে অনলাইনের মাধ্যমে বিদেশে থাকা সাক্ষীর সাক্ষ্য নিলেন বিষয়টি খুব প্রশংসনীয়। এভাবে সাক্ষী নিলে মামলার অনেক বাদী এবং সাক্ষী বিদেশে কিংবা দুরে থেকেও আদালতে সাক্ষ্য দিতে পারবে। বিচারককে এমন ভালো কাজের সাধুবাদ জানাই।

এ ব্যাপারে ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সুলতানা রোজিনা ইয়াসমিন বলেন, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট স্যার একজন ন্যায় বিচারক। বিচারপ্রার্থীদের সুবিধার্থে আদালতের অনেক কিছুই পরিবর্তন করতে পেরেছেন। যাহা বিচারপ্রার্থীদের জন্য প্রশংসনীয় কাজ। আজ প্রথম বারের মত একটি বিচারাধীনে থাকা মামলার সাক্ষী সিঙ্গাপুরে থেকেও অনলাইনে আদালতের সাক্ষী দিয়েছেন। খুব সুন্দরভাবেই বিচারক সে সাক্ষী গ্রহণ করেছেন। এতে কোন সাক্ষী দুরে থাকলেও কাজের জন্য আদালতে আসতে না পারলেও অন লাইনের মাধ্যমে সাক্ষ্য দিতে পারবেন।

এ ব্যাপারে ওই আদালতের বেঞ্চ সহকারী বুলবুল আহমেদ জানান, মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে এবং বিচারপ্রার্থীদের ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের স্যার একযোগে কাজ করে যাচ্ছেন। মামলার অনেক সাক্ষী বিদেশে চলে যায় সেই সাক্ষীদের অন লাইনে সাক্ষ্য গ্রহণ পূর্বক মামলা তাড়াতাড়ি নিষ্পত্তির জন্য আমাদের স্যার আজ অনলাইনে একটি মামলায় সাক্ষ্য গ্রহণ করেছেন।

মামলার বাদী সেকুল দেওয়ান (৫৫) বলেন, আমার ছেলেকে সুইস গিয়ার দিয়ে হত্যার উদ্দেশ্যে পেটে আঘাত করায় আমি নিজে বাদী হয়ে টঙ্গীবাড়ি থানায় মামলা করেছি। অনেকদিন ধরে আদালতে সাক্ষীর জন্য মামলাটি চলমান রয়েছে। এর আগে আমি এই মামলায় সাক্ষ্য দিয়েছি। তবে আমার ছেলে সাগর হাসান বর্তমানে সিঙ্গাপুর আছে। ম্যাজিস্ট্রেট স্যার মোবাইলে অনলাইনের মাধ্যমে আমার ছেলের সাক্ষ্য নিয়েছেন। আমি ভাবতেই পারি নাই যে ম্যাজিস্ট্রেট স্যার মোবাইলের মাধ্যমে এতো সুন্দরভাবে আমার ছেলের সাক্ষ্য নিবেন। স্যারের এমন ভালো কাজে আমি অনেক আনন্দিত। আমার ছেলে সিঙ্গাপুরে থেকেও সাক্ষ্য দিতে পেরেছেন। আমি স্যারের কাজে অনেক সন্তুষ্ট হয়েছি।


আরএম/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
এইচএসসি পরীক্ষায় নকল করায় একই কলেজের ১০ শিক্ষার্থীকে বহিষ্কার Jul 03, 2025
img
সীমান্তে হত্যাকাণ্ড পঞ্চাশ বছরেও কোনো সরকার বন্ধ করতে পারে নাই : নাহিদ ইসলাম Jul 03, 2025
img
পনেরো বছর পর গানে ফিরলেন শঙ্কর চক্রবর্তী Jul 03, 2025
img
‘বর্ডার ২’ করলেও ভবিষ্যৎ অনিশ্চিত দিলজিতের Jul 03, 2025
স্ত্রীকে ডিভোর্স দেওয়ার পরও বৈবাহিক সম্পর্ক;শ্রীঘরে মানবাধিকার কর্মী Jul 03, 2025
বিচার বিভাগের সংস্কার নিয়ে যে জটিলতার কথা জানালেন তারেক Jul 03, 2025
ছোট উদ্যোক্তাদের বিপদে ফেলতে পারে বিটিআরসি নীতি, অভিযোগ বিএনপির Jul 03, 2025
যেকারনে হোয়াইট হাউস থেকে বেড়িয়ে যেতে হয় জাকারবার্গকে Jul 03, 2025
মাত্র ৮ মাসেই বদল পররাষ্ট্র সচিব, নীতিহীনতায় অচল মন্ত্রণালয়! Jul 03, 2025
চাঁ'দা না পেয়ে রাজবাড়ী বালু ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম Jul 03, 2025
সুভাষ ঘাইয়ের নতুন সিনেমায় ‘হিরোইন’ চরিত্রে অভিনেতা রীতেশ Jul 03, 2025
img
নতুন চমকের আভাস দিলেন রণবীর সিং Jul 03, 2025
বাংলা নাটকে দর্শকপ্রিয়তার শীর্ষে যে ছয়জন অভিনেত্রী I Jul 03, 2025
ইনজুরি থেকে ফিরে তাসকিনের রাজকীয় প্রত্যাবর্তন Jul 03, 2025
শিশুর নাম রাখার ক্ষেত্রে যা করা যাবে না Jul 03, 2025
img
প্রতিটি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ হবে : শিক্ষা উপদেষ্টা Jul 03, 2025
img
‘কুলি’ বনাম ‘ওয়ার টু’ ,বক্স অফিসে হাজার কোটি রুপি ক্লাবে পৌঁছাবে কে? Jul 03, 2025
img
স্থানীয় সরকার নির্বাচন থেকেও ইভিএম ব্যবহার বাতিল Jul 03, 2025
img
শুটিং শেষ, নভেম্বরেই বড় পর্দায় আসছে ধানুশ-কৃতির ‘তেরে ইশক মেঁ’ Jul 03, 2025
img
জুলাই ও লড়াই এ দুটো শব্দ এখন সমার্থক : মাহফুজ আলম Jul 03, 2025