সিঙ্গাপুর থেকে অনলাইনে আদালতে সাক্ষী দিলেন প্রবাসী

মুন্সীগঞ্জ আদালতে বিচারাধীন এক মামলার সাক্ষ্য অনলাইনে দিয়েছেন সিঙ্গাপুরে প্রবাসী সাগর হাসান। আদালতের বিচারক চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন এই সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছেন।

রোববার (১৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে আদালতের বিচারকার্য চলাকালীন বিচারকের এজলাসে বসে এ সাক্ষ্য গ্রহণ করেন বিচারক। মামলার সাক্ষী সাগর হাসান মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার মূলচর গ্রামের সেকুল দেওয়ানের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৫ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নের পূর্ব ধোপরা পাশা জামে মসজিদের মাগরিবের নামাজ আদায়ের পর সাগর হাসান বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা করলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মূলচর গ্রামে মামলার বিবাদীরা সাগর হাসানকে হত্যার উদ্দেশ্যে সুইচ গিয়ার দিয়ে পেটে আঘাত করে।

এ ঘটনায় সাগর হাসানের বাবা সেকুল দেওয়ান বাদী হয়ে একই এলাকার রিহান হাওলাদারসহ দুইজনকে আসামি করে ঘটনার দুইদিন পর টঙ্গীবাড়ী থানায় মামলা করেন।

মামলা দায়েরের পর সাগর হাসান সিঙ্গাপুর চলে যান। বিচারাধীনে থাকা মামলায় বাদী সেকুল দেওয়ান আদালতে সাক্ষ্য দিলেও আহত সাগর হাসান প্রবাসে (সিঙ্গাপুর) থাকায় সাক্ষ্য দেওয়া সম্ভব না হওয়ায় মামলাটি নিষ্পত্তি হচ্ছিল না। এই বিষয়ে আদালতের বিচারক চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সাগর হাসান সিঙ্গাপুরে থাকা অবস্থায় আদালতের এজলাসে বসে অনলাইনের মাধ্যমে সাক্ষ্য গ্রহণ করেছেন। বিচারকের এমন সন্তুষ্টজনক কাজের ব্যাপক সাড়া পেয়েছে আদালত পাড়ায় ও বিচার প্রার্থীদের মধ্যে।

আদালতে আসা একাধিক বিচার প্রার্থী বলেন, আগে অনলাইনে সাক্ষী নেওয়ার কথা কখনো শুনিনি। যেহেতু আদালতের বিচারক এতো সুন্দরভাবে মোবাইল দিয়ে অনলাইনের মাধ্যমে বিদেশে থাকা সাক্ষীর সাক্ষ্য নিলেন বিষয়টি খুব প্রশংসনীয়। এভাবে সাক্ষী নিলে মামলার অনেক বাদী এবং সাক্ষী বিদেশে কিংবা দুরে থেকেও আদালতে সাক্ষ্য দিতে পারবে। বিচারককে এমন ভালো কাজের সাধুবাদ জানাই।

এ ব্যাপারে ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সুলতানা রোজিনা ইয়াসমিন বলেন, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট স্যার একজন ন্যায় বিচারক। বিচারপ্রার্থীদের সুবিধার্থে আদালতের অনেক কিছুই পরিবর্তন করতে পেরেছেন। যাহা বিচারপ্রার্থীদের জন্য প্রশংসনীয় কাজ। আজ প্রথম বারের মত একটি বিচারাধীনে থাকা মামলার সাক্ষী সিঙ্গাপুরে থেকেও অনলাইনে আদালতের সাক্ষী দিয়েছেন। খুব সুন্দরভাবেই বিচারক সে সাক্ষী গ্রহণ করেছেন। এতে কোন সাক্ষী দুরে থাকলেও কাজের জন্য আদালতে আসতে না পারলেও অন লাইনের মাধ্যমে সাক্ষ্য দিতে পারবেন।

এ ব্যাপারে ওই আদালতের বেঞ্চ সহকারী বুলবুল আহমেদ জানান, মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে এবং বিচারপ্রার্থীদের ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের স্যার একযোগে কাজ করে যাচ্ছেন। মামলার অনেক সাক্ষী বিদেশে চলে যায় সেই সাক্ষীদের অন লাইনে সাক্ষ্য গ্রহণ পূর্বক মামলা তাড়াতাড়ি নিষ্পত্তির জন্য আমাদের স্যার আজ অনলাইনে একটি মামলায় সাক্ষ্য গ্রহণ করেছেন।

মামলার বাদী সেকুল দেওয়ান (৫৫) বলেন, আমার ছেলেকে সুইস গিয়ার দিয়ে হত্যার উদ্দেশ্যে পেটে আঘাত করায় আমি নিজে বাদী হয়ে টঙ্গীবাড়ি থানায় মামলা করেছি। অনেকদিন ধরে আদালতে সাক্ষীর জন্য মামলাটি চলমান রয়েছে। এর আগে আমি এই মামলায় সাক্ষ্য দিয়েছি। তবে আমার ছেলে সাগর হাসান বর্তমানে সিঙ্গাপুর আছে। ম্যাজিস্ট্রেট স্যার মোবাইলে অনলাইনের মাধ্যমে আমার ছেলের সাক্ষ্য নিয়েছেন। আমি ভাবতেই পারি নাই যে ম্যাজিস্ট্রেট স্যার মোবাইলের মাধ্যমে এতো সুন্দরভাবে আমার ছেলের সাক্ষ্য নিবেন। স্যারের এমন ভালো কাজে আমি অনেক আনন্দিত। আমার ছেলে সিঙ্গাপুরে থেকেও সাক্ষ্য দিতে পেরেছেন। আমি স্যারের কাজে অনেক সন্তুষ্ট হয়েছি।


আরএম/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
ভোলায় প্রচুর গ্যাস রয়েছে, যা কৃষিখাতে কাজে লাগাতে চাই : শিল্প উপদেষ্টা Nov 14, 2025
img

কাদের সিদ্দিকী

যৌবনে প্রেম করিনি, মিছিল করতে করতে বঙ্গবন্ধুর সঙ্গে সম্পর্ক হয়েছে Nov 14, 2025
img
যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা বাতিলের বিল পার্লামেন্টে Nov 14, 2025
img
নির্বাচনের পথরেখা ফেব্রুয়ারির মধ্যেই সফল করতে হবে : জোনায়েদ সাকি Nov 14, 2025
img
দুর্দান্ত সেঞ্চুরিতে ভারতের হয়ে ইতিহাস গড়লেন সূর্যবংশী Nov 14, 2025
img
রামপুরায় অবৈধ পোস্টার,ব্যানার,ফেস্টুন অপসারণ করল ডিএনসিসি Nov 14, 2025
img
জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ‘অস্পষ্টতা’ তুলে ধরল এনসিপি Nov 14, 2025
img
এক হাসিনা যাওয়ার পর আরেক হাসিনা আসার প্রস্তুতি চলছে: পাটওয়ারী Nov 14, 2025
img
আওয়ামী লীগ একটা নিষিদ্ধ সত্ত্বার নাম : অ্যাটর্নি জেনারেল Nov 14, 2025
img
ইউক্রেনকে নতুন সহায়তা প্যাকেজ দিচ্ছে ইতালি Nov 14, 2025
img
ইন্দোনেশিয়ায় ভূমিধসে প্রাণ হারালেন ২ জন Nov 14, 2025
img
ভোলায় অবরুদ্ধ ৩ উপদেষ্টা Nov 14, 2025
img
নির্বাচন ও গণভোট একই দিনে হলে দুটোই প্রশ্নবিদ্ধ হবে : গোলাম পরওয়ার Nov 14, 2025
img
আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজি ছেড়ে দিচ্ছে ২৬ ক্রিকেটারকে Nov 14, 2025
img
ভারতের আধিপত্য বাংলার মানুষ আর গ্রহণ করবে না : তাহের Nov 14, 2025
img
গণঅভ্যুত্থানের বিজয়ী শক্তিই নির্ধারণ করবে গণভোট কেমন হবে: অ্যাটর্নি জেনারেল Nov 14, 2025
img
গণভোটসহ ৫ দফা দাবি জামায়াত ও ইসলামী ৮ দলের Nov 14, 2025
img
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা সামলেছিল ছাত্রশিবির মেডিকেল জোন : ডাকসু ভিপি Nov 14, 2025
img
আত্মরক্ষা প্রশিক্ষণে সরকারের ২৮ কোটি টাকার অনুমোদন Nov 14, 2025
img
আগামীর গণভোট কেমন হবে, জুলাইয়ের বিজয়ীরা নির্ধারণ করবে: অ্যাটর্নি জেনারেল Nov 14, 2025