কথায় কথায় কান্না করার ব্যাখ্যা দিলেন বারিশা হক

দেশের শোবিজ জগতের পরিচিত মুখ বারিশা হক—অভিনয়ের পাশাপাশি মডেলিং, উপস্থাপনা ও বিভিন্ন ব্র্যান্ড প্রোমোশনের কাজেও নিয়মিত সক্রিয় তিনি। সামাজিক মাধ্যমে রয়েছে লক্ষাধিক অনুসারী, তবে নেটিজেনদের একাংশ তাকে ‘ছিঁচকাঁদুনে’ বলেও সমালোচনা করেন।

পুরনো একটি টকশোর ঘটনা ঘিরেই এই ধারণার শুরু। সেখানে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফাতিমা তনির সঙ্গে বারিশা তর্কে জড়িয়ে পড়েন। কথার একপর্যায়ে আবেগপ্রবণ হয়ে পড়েন বারিশা, এমনকি কাঁদতেও দেখা যায় তাকে। ওই মুহূর্তের একটি ভিডিও পরে ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। আর তখন থেকেই নানা ট্রলের শিকার তিনি।

নেটিজেনদের অনেকেই বলেন, বারিশা ইচ্ছাকৃতভাবে ক্যামেরার সামনে কাঁদেন—সহানুভূতি পাওয়ার জন্য। কেউ কেউ বলেন, "কান্না করে মার্কেট পাওয়া যাবে না!"

এসব সমালোচনার জবাবও দিয়েছিলেন তিনি। একবার ফেসবুক লাইভে এসে বলেন, “যারা আমার কান্না নিয়ে ট্রল করেছে, তারাও একদিন এমন কান্নার স্বাদ পাবে। এটা কারমা।”

সম্প্রতি এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বারিশা বিষয়টি নিয়ে খোলাখুলি বলেন,

“আমি ক্যামেরার সামনে কান্না করি সিম্প্যাথি পাওয়ার জন্য—এমন না। ছোটবেলা থেকেই আমি খুব কোমল হৃদয়ের মানুষ। কিছু কিছু কথা মনে এমনভাবে দাগ কাটে, তখন নিজেকে আর কন্ট্রোল করা যায় না। তবে এখন অনেক ম্যাচিউর হয়েছি।”

বারিশার মতে, আবেগ প্রকাশে যদি কেউ দুর্বলতা খোঁজেন, সেটা তার নয়, বরং সমাজেরই। মানুষ হিসেবে আবেগ থাকা দোষের নয়—এই বার্তাই যেন পৌঁছে দিতে চান তিনি।


এসএস/এসএন 

Share this news on: