Refurbished স্মার্টফোন মানেই খারাপ নয়! কেনার আগে যা জানা জরুরি

বর্তমানে স্মার্টফোনের বাজারে অনেকেই Refurbished ফোন নিয়ে বিভ্রান্তিতে পড়েন। অনেকের ধারণা, এই ধরনের ফোন মানেই নষ্ট বা সেকেন্ড হ্যান্ড। অথচ সত্যি হচ্ছে Refurbished স্মার্টফোন মানেই খারাপ নয়।

সেকেন্ড হ্যান্ড ফোন সরাসরি একজন ব্যবহারকারীর কাছ থেকে কিনে নেওয়া হয়ে থাকে। সেখানে কোনও গ্যারান্টি বা সার্টিফায়েড চেকিং থাকে না।
কিন্তু Refurbished ফোন মানে, পেশাদার টেকনিশিয়ান দ্বারা পরীক্ষা ও মেরামত করা হয়েছে, নতুন পার্টস লাগানো হয়েছে এবং সব দিক থেকে নতুনের মতো বানানো হয়েছে।

সংগ্রহ (Assemble): ক্রেতাদের রিটার্ন করা পুরনো অথবা ত্রুটিপূর্ণ ফোনগুলো কোম্পানি সংগ্রহ করে। এগুলোর মধ্যে থাকতে পারে ভাঙা ডিসপ্লে, জলে পড়া ফোন কিংবা হার্ডওয়্যার সমস্যায় আক্রান্ত ডিভাইস।

পরীক্ষা-নিরীক্ষা (Testing): ফোনটি সারানো সম্ভব কি না তা নিশ্চিত করতে প্রতিটি ডিভাইস খুঁটিয়ে পরীক্ষা করা হয়। টেকনিশিয়ানরা ক্ষতির মাত্রা নির্ধারণ করেন এবং প্রয়োজনীয় রিপ্লেসমেন্ট পার্টস নির্ধারণ করেন।

মেরামত (Repair): ড্যামেজড পার্টস সরিয়ে নতুন OEM (Original Equipment Manufacturer) পার্টস স্থাপন করা হয়। যেমন স্ক্রিন, ব্যাটারি, ক্যামেরা, চিপসেট ইত্যাদি।

ক্লিনিং এবং টেস্টিং: ফোনের ভেতর-বাহির ভালোভাবে পরিষ্কার করা হয়। এরপর একাধিকবার পরীক্ষা করা হয়, যাতে কোন ত্রুটি না থাকে।

গ্রেডিং (Grading): মেরামত শেষ হলে ফোনের অবস্থা অনুযায়ী Grade দেওয়া হয়।

Grade A: দেখতে ও পারফর্মেন্সে প্রায় নতুন।

Grade B: সামান্য কসমেটিক দাগ থাকতে পারে, কিন্তু ফিচারে নতুনের মতো।

Grade C: অনেক ক্ষেত্রে ভিজুয়ালি দাগ থাকে, কিন্তু ফিচার চালু থাকে।

প্যাকেজিং ও সেলস: ফোন প্যাক করা হয় নতুন মোড়কে। সাথে দেওয়া হয় চার্জার ও প্রয়োজনীয় অ্যাকসেসরি। মূল ফোনের থেকে কম দামে বিক্রি করা হয়।

Refurbished স্মার্টফোন কেনার আগে যে বিষয়গুলো মাথায় রাখা জরুরি

-বিশ্বস্ত সেলার বা ব্র্যান্ড থেকে কিনুন।
-গ্যারান্টি ও রিটার্ন পলিসি ভালোভাবে চেক করুন।
-Grade A বা Grade B ফোন প্রেফার করুন।
-ফোন কেনার আগে ফিজিক্যাল কন্ডিশন নিজে যাচাই করুন।
-অনলাইনে সেলার রিভিউ পড়ে নিশ্চিত হয়ে নিন।

Refurbished স্মার্টফোনে কি ত্রুটি থাকতে পারে?
-হ্যাঁ, যদি আপনি অবিশ্বস্ত সেলার থেকে কিনেন, তাহলে ত্রুটিপূর্ণ ডিভাইস পাওয়ার আশঙ্কা থাকে। তবে রেপুটেড কোম্পানি ও সার্টিফায়েড বিক্রেতাদের কাছ থেকে কিনলে সাধারণত গ্যারান্টি সহ ফোন দেওয়া হয়।

Refurbished ফোন কিনবেন? এই বিষয়গুলো না জানলে ঠকতে পারেন!
-বর্তমানে অনেকে খরচ বাঁচানোর জন্য Refurbished ফোন কেনার দিকে ঝুঁকছেন। তবে কেনার আগে এই বিষয়গুলো মাথায় রাখা জরুরি —
-গ্যারান্টি চেক করুন।
-কোম্পানির সার্টিফিকেশন যাচাই করুন।
-রিটার্ন ও রিপ্লেসমেন্ট পলিসি পড়ুন।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
তুরস্কের রকেট প্রস্তুতকারকের সঙ্গে বৈঠক করলেন মাহফুজ আলম Apr 15, 2025
img
সেই খাইরুল এখন দেশের প্রধানমন্ত্রী হতে চান! Apr 15, 2025
img
বর্জ্য ব্যবস্থাপনার জন্য প্রণয়ন করা হবে মহাপরিকল্পনা Apr 15, 2025
img
এলডিসি উত্তরণের কারণে বড় সমস্যা হবে না : ড. আনিসুজ্জামান Apr 15, 2025
img
এলডিসি উত্তরণে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা Apr 15, 2025
img
সাংবাদিক নূরুজ্জামান লাবুকে প্রাণনাশের হুমকিতে ডিআরইউ-ক্র্যাবের নিন্দা ও প্রতিবাদ Apr 15, 2025
img
বাদামের সঙ্গে যেসব খাবার খেলে ভালো থাকবে মস্তিষ্ক Apr 15, 2025
img
রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল Apr 15, 2025
img
‘ডন থ্রি’তে রণবীরের নায়িকা হতে যাচ্ছেন কে? Apr 15, 2025
img
যে কারণে আমিরের সিনেমা ফিরিয়ে দিয়েছিলেন রণদীপ হুদা Apr 15, 2025