সিনেমার দৃশ্যে ধর্মীয় ভাবাবেগে আঘাত, সানি দেওলের ‘জাট’ বয়কটের দাবি খ্রিস্টানদের

বলিউডের তারকা সানি দেওল অভিনীত ‘জাট’ সিনেমায় গির্জায় গুন্ডামির দৃশ্য থাকার কারণে খ্রিস্টানরা সিনেমাটি বয়কটের দাবি জানিয়েছে। সিনেমার নাম নিয়ে আপত্তি তুলেছিল শিখ সম্প্রদায়।

সাফল্যের সঙ্গে বিতর্ক জুড়ে যাওয়া নতুন নয়! আর এহেন ঘটনা বলিপাড়ায় অন্তত জলভাত। নিত্যদিন ধর্মের দোহাই দিয়ে কোনও না কোনও সিনেমাকে রোষানলে পড়তে হয়। অতীতে এমন বিতর্কের শিকার হয়ে হলে রমরমিয়ে চলা সিনেমার দৃশ্যে পর্যন্ত কাঁচি চালাতে হয়েছে! এবার খ্রিস্টানদের ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে বিতর্কের শিরোনামে সানি দেওলের ‘জাট’।

সিনেমার নাম নিয়ে আপত্তি তুলেছিল শিখ সম্প্রদায়। দিন কয়েক আগেই রামনবমীতে মুক্তিপ্রাপ্ত ‘ও রাম শ্রীরাম’ গানটি নিয়ে বিরক্তি প্রকাশ করে হিন্দু সংগঠন। এবার খ্রিস্টান সম্প্রদায়ের রোষানলে সানি দেওলের ‘জাট’। বিতর্কের সূত্রপাত, গির্জায় দেখানো এক দৃশ্য নিয়ে। যেখানে দেখা গিয়েছে, চার্চে যখন প্রার্থনা চলছে তার মাঝেই সেখানে হামলা চালায় রণদীপ হুডা অভিনীত চরিত্র। ঠিক তার পিছনেই দেখা যায় ক্রুশবিদ্ধ যিশুকে। পবিত্র গির্জার ভিতরে এহেন গুন্ডামি দেখানোর জন্যই আপত্তি তুলেছে খ্রিস্টান সম্প্রদায়। খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের মতে, “এহেন দৃশ্য আমাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। গির্জা সবথেকে পবিত্র স্থান। সেখানে কীভাবে হামলার দৃশ্য দেখানো হয়?” তাঁদের অভিযোগ, “দৃশ্যটি ভারতের খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মবিশ্বাসের বিরুদ্ধে ইচ্ছাকৃত ষড়যন্ত্রের অংশ বলে মনে হচ্ছে।”

বলিউড মাধ্যম সূত্রে খবর, খ্রিস্টান সম্প্রদায়ের তরফে প্রথমটায় ভাবা হয়েছিল, প্রেক্ষাগৃহের বাইরে বিক্ষোভ প্রদর্শন করা হবে। তবে পুলিশ সেই প্ল্যানে ডল ঢেলে দেয়। প্রতিবাদ করার ছাড়পত্র পায়নি তাঁরা। পরে, ওই ধর্মীয় সংগঠনের তরফে যুগ্ম পুলিশ কমিশনারের কাছে ‘জাট’ বয়কটের দাবি তুলে এক অভিযোগনামা জমা দিয়েছেন।

সম্প্রতি ‘জাট’ ছবির প্রচারে গিয়ে সানি দেওল সাংবাদিকদের উদ্দেশে জানিয়েছিলেন, ‘জাট কোনও ধর্মীয় উসকানিমূলক ছবি নয়, দয়া করে এর গায়ে ধর্মীয় তকমা সেটে দেবেন না। ছবিটি সম্পূর্ণ বিনোদনমূলক। আমরা চাই দর্শকরা ছবিটা উপভোগ করুক, এর বেশি কিছু নয়। আমরা সমস্ত ধর্মকে ভালোবাসি। একজন অভিনেতা হিসাবে ছবির মাধ্যমে গোটা বিশ্বের সামনে নিজের দেশের প্রতিনিধিত্ব করি আমরা। তাই দেশের সম্মান খর্ব হবে এমন কোনও বিষয় আমাদের ছবিতে দেখাতে চাই না। ছবির মাধ্যমে আমরা কোনও ধর্মীয় বার্তা দিতে চাই না।’

আরআর/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
নাগরিকত্ব সংকটে নীল চোখের বিখ্যাত সেই ‘চা ওয়ালা’ Apr 18, 2025
img
জামায়াতে ইসলামীর নিবন্ধন ও প্রতীক ফেরত দিতে হবে : মুজিবুর রহমান Apr 18, 2025
img
বাংলাদেশের সঙ্গে ভালো লড়াই হবে : উইলিয়ামস Apr 18, 2025
img
রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে মিয়ানমারে শান্তি আসবে না : পররাষ্ট্র উপদেষ্টা Apr 18, 2025
img
শাহরুখকে নিয়েও কুকথা রটেছিল : ইমরান হাশমি Apr 18, 2025
img
সাকিব কি কখনো সরি বলেছেন, প্রেস সচিবের প্রশ্ন Apr 18, 2025
img
চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে ভালোবাসি : ঋতুপর্ণা Apr 18, 2025
img
বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে প্রাণ গেল নবজাতকের Apr 18, 2025
img
ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র সহায়তায় জার্মানিকে রাশিয়ার হুঁশিয়ারি Apr 18, 2025
img
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীতে বিক্ষোভ Apr 18, 2025