পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশি স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেনকে অভিষেক করিয়েছিল লাহোর কালান্দার্স। প্রথমবার টুর্নামেন্টটি খেলতে নেমে ৩ উইকেট নিয়ে তিনি দলের জয়েও অবদান রেখেছিলেন। ফলে আজকের (মঙ্গলবার) ম্যাচেও তাকে রেখে একাদশ সাজিয়েছে শাহিন আফ্রিদির নেতৃত্বাধীন লাহোর। করাচি কিংসের বিপক্ষে টস জিতে তারা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।
আজ (মঙ্গলবার) করাচির ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে লাহোর-করাচির ম্যাচ। এই ম্যাচ দিয়ে দেখা হওয়ার কথা ছিল দুই বাংলাদেশি তারকা রিশাদ ও লিটন দাসের। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে করাচির হয়ে পিএসএল অধ্যায় শুরুর আগেই চোটে পড়েছেন লিটন।
আঙুলে চিড় ধরা পড়ায় তিনি ন্যূনতম ২-৩ সপ্তাহের জন্য ছিটকে গেছেন।
এর আগে প্রথম ম্যাচে হার দিয়ে পিএসএলের দশম আসর শুরু করেছিল লাহোর। উদ্বোধনী ম্যাচে তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডের কাছে বড় ব্যবধানে হারে। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে লাহোর আসরে নিজেদের প্রথম জয় তুলে নেয় কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে।
২ ম্যাচ এক জয় নিয়ে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান দুইয়ে। অন্যদিকে, করাচি এক ম্যাচই খেলেছে এখন পর্যন্ত। এক জয়ে তারা আছে টেবিলের দুইয়ে।
লাহোর কালান্দার্স একাদশ : ফখর জামান, মোহাম্মদ নাঈম, আব্দুল্লাহ শফিক, ড্যারিল মিচেল, সিকান্দার রাজা, স্যাম বিলিংস, শাহিন আফ্রিদি (অধিনায়ক), রিশাদ হোসেন, জামান খান, হ্যারিস রউফ ও আসিফ আফ্রিদি।
করাচি কিংস একাদশ : টিম সেইফার্ট, ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), জেমস ভিন্স, শান মাসুদ, আরাফাত মিনহাস, ইরফান খান, আব্বাস আফ্রিদি, খুশদিল শাহ, অ্যাডাম মিলনে, হাসান আলি ও ফাওয়াদ আলি।
এফপি/টিএ