শাহরুখের বাড়িতে থাকার সুযোগ, এক রাতের ভাড়া কত?

শাহরুখ খান হলেন বলিউড বাদশা। তাকে ঘিরে ভক্তদের উন্মাদনার শেষ নেই। তার বাড়ির সামনে প্রতিদিন দাঁড়িয়ে থাকেন হাজারও অনুরাগী, একনজর দেখার আশায়। তবে আপনি জানেন কি, শাহরুখ খানকে একনজর দেখার সৌভাগ্য না হলেও তার বাড়িতে থাকার সৌভাগ্য আপনার হতে পারে? সেটা নির্ভর করছে আপনার অর্থবিত্তের ওপর।

হ্যাঁ, ঠিকই শুনেছেন। যদিও মুম্বাইয়ের ‘মান্নাত নয়, আমেরিকার লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিলসে অবস্থিত শাহরুখের বাড়িতে আপনি চাইলে থাকতে পারবেন। সেটিও ভাড়ায়!

‘মান্নাত’-এর মতো শাহরুখের আরো রাজকীয় বাড়ি রয়েছে। দেশের বাইরে ব্রিটিশ যুক্তরাজ্য কিংবা সুদূর আমেরিকায়ও রয়েছে কিং খানের নিজস্ব বাড়ি।

মার্কিন মুলুকের লজ অ্যাঞ্জেলেসের বেভারলি হিলসে রয়েছে তেমন একটি বাড়ি। বলতে গেলে রাজপ্রাসাদ। আর্কিটেকচারাল ডাইজেস্ট অনুসারে, মার্কিন মুলুকের লজ অ্যাঞ্জেলেসের বেভারলি হিলসে অবস্থিত শাহরুখের ম্যানশনের প্রতিটি কোণে রয়েছে আভিজাত্য আর বিলাসিতার ছাপ। এটিতে বিলাসবহুল জীবনের সব উপাদান মজুদ রয়েছে।

রয়েছে ছয়টি সুবিশাল ও সুসজ্জিত শোবার ঘর, যার মধ্যে বিস্তৃত জাকুজি, একটি বিশাল পুল, ব্যক্তিগত ক্যাবানা এবং একটি ব্যক্তিগত টেনিস কোর্টও রয়েছে। বিলাসবহুল জায়গাটি সান্তা মনিকা, রোডিও ড্রাইভ এবং পশ্চিম হলিউড থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথ।

শাহরুখের এই রাজকীয় বাড়ির নিজস্ব শৈলী রয়েছে। বাড়িটি সাজানো নানান চিত্র দিয়ে, যেখানে ফেলে আসা সময় এবং আধুনিকতার মেলবন্ধন ধরা পড়ে। বাড়ির আসবাবপত্রেও রয়েছে রয়্যালটির ছাপ।

শাহরুখের ভিলার ড্রয়িংরুমে বেইজ সোফা সেট, একটি ফায়ারপ্লেস এবং একটি সুন্দর পেইন্টিংসহ একটি বুকশেলফ রয়েছে, যার নকশার প্রশংসার দাবি রাখে। ভিলাটিতে সাদা এবং বেইজ রঙের একটি রঙিন স্কিম রয়েছে, যা আয়না এবং একটি দুর্দান্ত ঝাড়বাতি দিয়ে সজ্জিত। বাথরুমগুলো ক্লাসিক এবং সমসাময়িকতার নিখুঁত মিশ্রণে তৈরি।

২০১৯ সালে শাহরুখ এয়ারবিএনবিতে ভাড়ায় পাওয়া বিলাসবহুল সম্পত্তির বেশ কয়েকটি ছবি পোস্ট করেছিলেন। রিপোর্ট অনুযায়ী, শাহরুখের লাক্স চাইলে আপনিও ভাড়া নিতে পারেন। কিন্তু ভিলায় এক রাত থাকতে খরচ পড়বে ভারতীয় মুদ্রায় প্রায় এক লাখ ৯৬ হাজার টাকা। জানা যায়, এই বাড়ির মূল্য এখন ভারতীয় মুদ্রায় প্রায় ২২ কোটি টাকা।

২০১৭ সালে শাহরুখ এই ভিলায় থাকা এবং এর সঙ্গে জড়িত স্মৃতি নিয়ে কথা বলেছিলেন। বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে নিজের সঙ্গে কিছুটা সময় কাটানোর মতো জায়গা আর নেই।

শহর থেকে কয়েক হাজার মাইল দূরে দ্রুতগতির জীবনধারা থেকে বেরিয়ে আসতে পারা একটি সতেজ অভিজ্ঞতা হয়েছে এখানে কিং খানের। ‘পাঠান’ অভিনেতা তার পরিবারের সঙ্গে এই বাংলোয় কিছু দারুণ সময় কাটিয়েছেন। ‘জাব হ্যারি মেট সেজাল’-এর শুটিংয়ের সময়ও এই বাড়িতে যথেষ্ট সময় কাটিয়েছিলেন বলে জানান শাহরুখ খান।

আরএম/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ইউএনও’র কাঁধে দুই শতাধিক পদ! Apr 22, 2025
img
মহাকাশ থেকে পারমাণবিক মিসাইল ছুঁড়বে রাশিয়া! Apr 22, 2025
img
উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি Apr 22, 2025
img
বাঁশঝাড়ে গৃহবধূর হাত-পা-মুখ বাঁধা লাশ, ভুট্টাক্ষেতে পড়ে ছিল জুতা Apr 22, 2025
img
‘গেঞ্জি দিলা না’, শ্রীপুরে ওসির ৫ লাখ ‘ঘুষ চাওয়ার’ অডিও ফাঁস Apr 22, 2025
img
মমতাজদের মতো সংরক্ষিত নারী আসন প্রয়োজন নেই: সরওয়ার তুষার Apr 22, 2025
img
রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি চলতি সপ্তাহেই: ট্রাম্প Apr 22, 2025
img
মোদির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট Apr 22, 2025
img
গাজাবাসীর প্রতি আবারও সমর্থন জানালেন অ্যাঞ্জেলিনা জোলি Apr 22, 2025
img
‘আগে প্রধানমন্ত্রীর কার্যালয়েও ঘুষ দিতে হত, সেই দিন শেষ’ Apr 22, 2025