বঙ্গোপসাগরে মাছ আহরণে নতুন সময়সূচি অনুযায়ী ৫৮ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এবার প্রথমবারের মতো এই নিষেধাজ্ঞা শুরু হচ্ছে ১৫ এপ্রিল (১৪ এপ্রিল দিবাগত রাত) থেকে, যা চলবে ১১ জুন পর্যন্ত।
এই সময়ের মধ্যে বঙ্গোপসাগরের ভারতের জলসীমায়ও একই ধরনের নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। তবে ভারতের নিষেধাজ্ঞা শেষ হওয়ার দুই দিন আগেই বাংলাদেশের নিষেধাজ্ঞা শেষ হবে।
রাষ্ট্রপতির নির্দেশক্রমে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সামুদ্রিক মৎস্য-২ শাখার উপসচিব এইচ এম খালিদ ইফতেখার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন।
নিষেধাজ্ঞা চলাকালে যান্ত্রিক ট্রলার থেকে শুরু করে ছোট ডিঙ্গি নৌকায়ও মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের আইনি জটিলতার মুখে পড়তে হবে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, সামুদ্রিক মাছের প্রজনন ও ভারসাম্য রক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।