ফিলিস্তিনিদের জন্য ইইউ’র ১৬০ কোটি ইউরো সহায়তা ঘোষণা

ইউরোপীয় ইউনিয়ন ফিলিস্তিনিদের জন্য তিন বছর মেয়াদী ১৬০ কোটি ইউরো’র একটি নতুন আর্থিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে।

আজ সোমবার (১৪ এপ্রিল) লুক্সেমবার্গ থেকে এএফপি এ খবর জানায়।

ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, ‘আমরা ফিলিস্তিনের জনগণের জন্য আমাদের সহায়তা বৃদ্ধি করছি। পশ্চিম তীর ও গাজাকে স্থিতিশীল করতে ইইউ ২০২৭ সাল পর্যন্ত ১ দশমিক ৬ বিলিয়ন ইউরো সাহায্য করবে।’

এসএম/টিএ

Share this news on: