আফগানদের জন্য অস্থায়ী সুরক্ষা ব্যবস্থা (টিপিএস) বাতিল করে দিয়েছে যুক্তরাষ্ট্র। ১৪ হাজার ৬০০ আফগান যুক্তরাষ্ট্রে টিপিএস এর আওতায় ছিলেন। এখন তাদের নিজ দেশে ফিরে যাওয়া ছাড়া কোনো উপায় নেই।
সংবাদমাধ্যম এবিসি ও বিবিসি জানিয়েছে, আফগানদের জন্য টিপিএস বাতিল করার সিদ্ধান্ত কিছুদিন আগেই নেওয়া হয়। সোমবার ট্রাম্প প্রশাসন তা বাতিল করে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এ তথ্য জানায়।
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মুখপাত্র ট্রিসিয়া ম্যাকলগ্লিন জানান,আফগানিস্তানের পরিস্থিতি বিবেচনা করেছে যুক্তরাষ্ট্রের সিটিজেনশিপ ও ইমিগ্রেশন সার্ভিস (ইউএসসিআইএস)। ওই প্রতিষ্ঠানের রিপোর্ট আমলে নিয়েছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ।
যুদ্ধ, ভয়াবহ দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগের মত পরিস্থিতির কারণে নিজ দেশে ফেরত যেতে না পারলে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের পক্ষ থেকে টিপিএস দেওয়া হয়। কাজ করার অনুমতিও দেওয়া হয়। ১৮ মাসের জন্য এ সুবিধা দেওয়া হয়। তবে হোমল্যান্ড চাইলে এটা বাড়াতেও পারে। এতে করে জোর করে বিতাড়ন করার হাত থেকে নাগরিকরা সুরক্ষা পায়। তবে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড বিভাগ মনে করছে আফগানিস্তানের নাগরিকরা টিপিএস পাওয়ার মত শর্ত পূরণ করছেন না আর। চার বছর ধরে দেশটির ক্ষমতায় আছে তালেবানরা।
সম্প্রতি ট্রিসিয়া ম্যাকলগ্নিন জানান, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ মনে করে আফগানিস্তানে এমন কোনো অবস্থা চলছে না যে যুক্তরাষ্ট্রে বাস করা দেশটির নাগরিকদের টিপিএস দিতে হবে।
এমআর/টিএ