গায়ের রং নিয়ে মাঝেমধ্যেই তারকাদের কটু কথা শুনতে হয়। নেটিজেনরা এসব নিয়ে বেশ আলোচনা-সমালোচনা করে থাকেন। এবার ওপার বাংলার অভিনেত্রী শিঞ্জিনী চক্রবর্তী গায়ের রং নিয়ে কটাক্ষের বিষয়ে মুখ খুলেছেন।
ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘একটা সময় আমার গায়ের রং নিয়ে অনেক খোঁটা দিয়েছেন লোকে। কোনো দিন গায়ে মাখিনি। কারণ, গায়ের রং তো আমার হাতে নেই।’
শিঞ্জিনী জানান, নিজের শরীর, নিজের গায়ের রং— যা নিয়ে তিনি জন্মেছেন সেটা নিয়েই ভীষণ খুশি। নিজেকে খুব ভালোবাসেন শিঞ্জিনী। তা নিয়েও কম খোঁটা শুনতে হয়নি তাকে।
তার কথায়, ‘আমি তখন মডেলিংয়ের দুনিয়ায় সবে পা রেখেছি। ফর্সা দেখানোর জন্য আমাকে চড়া মেকআপ করতে বলা হত। প্রথম দিনই জানিয়েছিলাম, আমার গায়ের যা রং সেটা রেখেই কাজ করব। আমি ‘ডাস্কি’। তাতেই বেশি সুন্দরী। গায়ের রং নিয়ে তাই গর্ব করি।’
শেষে তিনি বলেন, ‘নায়িকা হতে আসিনি, ভালো অভিনেত্রী হতে চাই। চরিত্র বাছাই করে অভিনয় করি। নায়িকা না কি খলনায়িকা— দেখি না।’
আরএম/টিএ