চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে যেতে ফিরতি লেগে দুর্দান্ত প্রত্যাবর্তনের প্রয়োজন অ্যাস্টন ভিলার। কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে প্যারিসে ৩-১ গোলে হারের পর ঘরের মাঠে সেই ঘাটতি পুষিয়ে দিতে চায় ইংলিশ ক্লাবটি। কোচ উনাই এমেরির বিশ্বাস, ভিলা পার্কে সমর্থকদের সমর্থনে সেটি সম্ভব।
আগামীকাল (মঙ্গলবার) বাংলাদেশ সময় রাত ১টায় অ্যাস্টন ভিলা ও পিএসজির মধ্যকার ফিরতি লেগ অনুষ্ঠিত হবে ভিলা পার্কে।
প্রথম লেগে অ্যাস্টন ভিলাকে এগিয়ে দেন মর্গ্যান রজার্স। তবে পরে পিএসজির হয়ে গোল করেন দিজিরে দুয়ে, খাভিচা কাভারাৎস্খেলিয়া এবং নুনো মেন্দেস।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এমেরি বলেন, “আমরা ঘরের মাঠে খেলছি, যেখানে সমর্থকদের সঙ্গে আমাদের দারুণ সম্পর্ক আছে। যদি কৌশলগতভাবে ও ব্যক্তিগতভাবে আমরা ভালো কিছু করতে পারি, তাহলে সমর্থকদের উচ্ছ্বাস আমাদের বাড়তি শক্তি যোগাবে।”
তিনি আরও বলেন, “পিএসজি ইউরোপ ও ফ্রান্সে নিয়মিত খেলে, তাদের অভিজ্ঞতা আছে। আমাদেরও রয়েছে। তাই আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে ঘাটতি মেটাতে প্রস্তুত।”
এসএস/এসএন