ড. ইউনূসের জনপ্রিয়তায় ভারত ও বিএনপি এত উদ্বিগ্ন কেন, প্রশ্ন এনসিপি নেতার

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের জনপ্রিয়তা নিয়ে বিএনপি ও অন্যান্য বিরোধী দলগুলো কেন এতটা উদ্বিগ্ন—এ প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জনপ্রিয়তায় ভারত, বিএনপি ও বিরোধী দলগুলো এতটা উদ্বিগ্ন কেন?”

পোস্টে তিনি বিএনপির কঠোর সমালোচনা করে বলেন, “আপনারা যারা মনে করেন, শেখ হাসিনার পতন আপনার ডাকে ঘটবে, মনে রাখবেন—এরকম কিছু ঘটেনি। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়নি এবং ‘অসহযোগ আন্দোলনে’ জনগণও রাস্তায় নামেনি। এমনকি, বিএনপি’র নিজেদের নেতাকর্মীরাও মাঠে ছিল না।”

তিনি উল্লেখ করেন, ২০২৩ সালের ২০ ডিসেম্বর বিএনপি ঘোষণা দিয়েছিল, সরকার পদত্যাগ না করলে অসহযোগ আন্দোলন চলবে এবং খাজনা, ট্যাক্স, পানি ও বিদ্যুৎ বিল দেওয়া হবে না। এ প্রসঙ্গে শিশির বলেন, “মজার ব্যাপার হলো, সেই কর্মসূচি এখনো অক্ষত রয়েছে। বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যায়নি।”

পোস্টের শেষাংশে বিএনপি নেতাদের উদ্দেশে শিশির বলেন, “লজ্জা নেই। দেড় বছর হয়ে গেছে, এখন তো সময় এসেছে ওই আন্দোলন আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করার। অথবা গত দেড় বছরে আদায় করা বিল জনগণকে ফেরত দিন। অন্তত, একটি কাজ করুন।”

তার এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।


এসএস

Share this news on:

সর্বশেষ

img
৭১ এর রাজনীতি ভুল ছিল বলেই চব্বিশ ঘটেছে : শারমীন এস মুরশিদ Apr 19, 2025
img
ডেভিড ধাওয়ানের সিনেমায় বরুণের সঙ্গে থাকছেন তিন নায়িকা Apr 19, 2025
img
অভিনেত্রীর পোশাক ছেঁড়ার অভিযোগে বাড়ি ছাড়লেন অভিনেতা Apr 19, 2025
img
‘কিং’-এ বাদশার সঙ্গে প্রথমবার পর্দায় দেখা যাবে বলিউডের সার্কিটকে Apr 19, 2025
img
কেমন গয়না পছন্দ করেন মিমি? Apr 19, 2025
img
কয়েদির বেশে ‘দাগি’ দেখতে প্রেক্ষাগৃহে শতাধিক নিশো ভক্ত Apr 19, 2025
img
বড় হারের পর বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন এখন অনিশ্চিত Apr 19, 2025
থানা পরিদর্শনে গিয়ে যে কথা প্রচার করতে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা Apr 19, 2025
পুলিশের ইনএক্টিভনেস নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা Apr 19, 2025
img
প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন দিয়েছে নারীবিষয়ক সংস্কার কমিশন Apr 19, 2025