গাজায় যুদ্ধ থামিয়ে জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েল সরকারের প্রতি আহ্বান জানালেন সাবেক প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান এহুদ বারাকসহ ১ হাজার ৫২৫ জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা ও সদস্য।
বারাক ছাড়াও চিঠিতে স্বাক্ষর করেছেন ইসরায়েলের সেনাবাহিনীর সাবেক সেন্ট্রাল কমান্ডার আমরাম মিৎজনা, সাবেক চিফ অব স্টাফ ড্যান হালুৎজ, গোয়েন্দা প্রধান আমোস মাল্কা ও অন্য শীর্ষ সামরিক কর্মকর্তা।
চিঠিতে সরকারকে উদ্দেশ করে লেখা হয়, “গাজায় অবশিষ্ট জিম্মিদের জীবন রক্ষা ও মুক্তির জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নিন—even if that means stopping the war।”
চলমান যুদ্ধের শুরু ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকেই। হামলায় ১,২০০ ইসরায়েলি নিহত ও ২৪০ জন জিম্মি হন। তাদের মধ্যে অনেককে মুক্তি দিলেও এখনও অন্তত ৩৫ জন জীবিত থাকার ধারণা করা হচ্ছে।
১০ মাস ধরে চলা অভিযানে গাজায় প্রাণ হারিয়েছেন ৫১ হাজারের বেশি মানুষ, যার মধ্যে ৫৬ শতাংশই নারী ও শিশু।
চিঠির পরিপ্রেক্ষিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কড়া প্রতিক্রিয়া দিয়েছেন। জানিয়েছেন, যারা বর্তমানে বাহিনীতে চাকরিরত অবস্থায় চিঠিতে স্বাক্ষর করেছেন, তাদের বরখাস্ত করা হবে।
এ নিয়ে গাজা যুদ্ধ বন্ধের দাবিতে সরকারের কাছে জমা পড়া চিঠির সংখ্যা দাঁড়াল ১০টি। এর বেশিরভাগই সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট থেকে।
এসএস/এসএন