গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন প্রস্তাব দিলো ইসরায়েল

মিসর ও কাতারের মধ্যস্থতায় গাজা উপত্যকায় নতুন যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইসরায়েল। সোমবার মিসরের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল আল কাহেরা নিউজের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রস্তাবটি ইতোমধ্যে পৌঁছেছে গাজা নিয়ন্ত্রিত গোষ্ঠী হামাসের কাছে। গোষ্ঠীর মুখপাত্র আবু জুহরি জানিয়েছেন, বিষয়টি হাইকমান্ড পর্যালোচনা করছে এবং ‘যত দ্রুত সম্ভব’ প্রতিক্রিয়া জানানো হবে।

তবে এবারই প্রথম প্রস্তাবে ইসরায়েল হামাসের ‘সম্পূর্ণ নিরস্ত্রিকরণ’-এর শর্ত দিয়েছে। সেই শর্ত পূরণ হলেই কেবল যুদ্ধবিরতি নিয়ে পরবর্তী আলোচনা করবে বলে জানিয়েছে ইসরায়েল।

এ শর্তে হামাসের সাড়া দেওয়া অনিশ্চিত। আবু জুহরি বলেন, “হামাসের নিরস্ত্রিকরণ ইস্যুটির সঙ্গে অন্তত ১০ লাখ রেডলাইন যুক্ত। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।”

এর আগে হামাসও একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, যেখানে গাজা থেকে ইসরায়েলি সেনা সরিয়ে নেওয়ার শর্তে সব জিম্মি মুক্ত করার ঘোষণা দেওয়া হয়। তবে ইসরায়েল নিরাপত্তার কারণ দেখিয়ে সেনা প্রত্যাহারে অস্বীকৃতি জানায়।

মধ্যস্থতাকারী মিসরের এক সরকারি কর্মকর্তা রয়টার্সকে জানান, “হামাস এখন সময়ের গুরুত্ব বুঝছে এবং আমরা আশাবাদী, তারা দ্রুতই সিদ্ধান্ত জানাবে।”

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালায় হামাস, যাতে ১,২০০ জন নিহত হন এবং ২৪২ জনকে গাজায় জিম্মি করে নেওয়া হয়। এরপর থেকেই ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে।

টানা ১৫ মাস ধরে চলা এই অভিযানে গাজায় নিহত হয়েছেন ৫১ হাজারেরও বেশি ফিলিস্তিনি। নিহতদের মধ্যে ৫৬ শতাংশই নারী ও শিশু।


এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ম্যারাথন দৌড়ানোর সময় শরীরে কী হয়? Apr 19, 2025
img
অ্যান্ড্রয়েডে বিনামূল্যে লাইভ জেমিনাই ভিডিও, স্ক্রিন শেয়ারিং Apr 19, 2025
img
চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ বন্ধের ইঙ্গিত ট্রাম্পের Apr 19, 2025
img
রিয়াল মাদ্রিদ বা ব্রাজিলের কোচ হওয়ার ‘ইচ্ছা নেই’ ক্লপের Apr 19, 2025
img
জিম্বাবুয়ের বিপক্ষে স্পিনিং উইকেটের প্রয়োজন দেখেন না বাংলাদেশ কোচ Apr 19, 2025
img
হঠাৎ কেন অভিষেকের পকেটে তল্লাশি শুরু করেন সূর্যকুমার Apr 19, 2025
img
রিয়া মনির পাল্টা অভিযোগ, জানালেন হিরো আলমের কাছ থেকে বিদায় নেওয়ার কারণ Apr 19, 2025
img
জুলাই আন্দোলন হয়েছে বেকার চাকরিপ্রত্যাশীদের সম্মিলিত ক্ষোভের সমন্বয়ে: হান্নান মাসউদ Apr 19, 2025
img
ড. ইউনূসের জনপ্রিয়তায় ভারত ও বিএনপি এত উদ্বিগ্ন কেন, প্রশ্ন এনসিপি নেতার Apr 19, 2025
img
সোশ্যাল মিডিয়া নয়, সাফল্যের মানদণ্ড হচ্ছে কাজ: পূজা হেগড়ে Apr 19, 2025