ভারতীয় হজযাত্রীদের জন্য বরাদ্দ বেসরকারি হজ কোটা হঠাৎ করে ৮০ শতাংশ কমিয়ে দিয়েছে সৌদি আরব। এ সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) নেত্রী মেহবুবা মুফতি।
সোমবার হিন্দুস্তান টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়, সৌদি সরকারের এমন সিদ্ধান্তে ট্যুর অপারেটর ও হজযাত্রীরা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে মেহবুবা লিখেছেন, "সৌদি আরব থেকে উদ্বেগজনক খবর আসছে। ভারতের বেসরকারি হজ কোটা হঠাৎ ৮০ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত হজযাত্রী ও ট্যুর অপারেটরদের মধ্যে হতাশা তৈরি করেছে। আমি পররাষ্ট্র মন্ত্রণালয়কে আহ্বান জানাই, দ্রুত হস্তক্ষেপ করে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করুন।”
এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া জানিয়েছে জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর দপ্তরও। এক বিবৃতিতে বলা হয়, "প্রায় ৫২ হাজার হজযাত্রীর কোটা বাতিল হওয়া গভীর উদ্বেগজনক। তাদের অনেকেই ইতোমধ্যে টাকা পরিশোধ করেছেন।"
এদিকে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মিনার কিছু নির্দিষ্ট এলাকা যেগুলো আগে বেসরকারি ট্যুর অপারেটরদের জন্য নির্ধারিত ছিল, সেগুলো বাতিল করেছে সৌদি সরকার। এর জেরেই হজযাত্রা নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে।
প্রভাবিত হজযাত্রীদের সমস্যা সমাধানে দ্রুত কূটনৈতিক যোগাযোগের দাবি জানানো হয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের কাছে।
এসএস/এসএন