চলতি সপ্তাহে রাশিয়া সফর করবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে দ্বিতীয় দফা আলোচনার আগে।
ওমানের মধ্যস্থতায় গত শনিবার (১২ এপ্রিল) ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হয়েছে কথিত ইতিবাচক আলোচনা। ওমানের মাস্কাটে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদি মধ্যস্থতায় ইরানরে পররাষ্ট্রমন্ত্রী ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূতে বৈঠক হয়। তবে আলোচনা সরাসরি না হয়ে বার্তা বিনিময়ের মাধ্যমে হয়।
সোমবার (১৪ এপ্রিল) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেইরের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে দ্বিতীয় দফা পারমাণবিক আলোচনা শনিবার (১৯ এপ্রিল) ওমানের মাস্কাটে অনুষ্ঠিত হবে। যদিও এর আগে রোমে বৈঠকের কথা জানিয়েছিল ইতালি ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, ‘পূর্ব পরিকল্পনা অনুযায়ী ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই সপ্তাহের শেষের দিকে রাশিয়া সফর করবেন এবং এই সাক্ষাতে মাস্কাটে আলোচনার সর্বশেষ অবস্থা প্রাধান্য পাবে।
পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র-ইরান বিবাদ নতুন বিষয় নয়। তবে এবার আলোচনার টেবিল আর যুদ্ধের হুমকির ফাঁকে এক নতুন অস্থিরতা শুরু হয়েছে মধ্যপ্রাচ্যে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান দ্রুত সমঝোতায় না এলে, পরমাণু স্থাপনা লক্ষ্য করে সামরিক হামলার পথও খোলা আছে। তেহরান অবশ্য দাবি করছে, তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। আর এ ইস্যুকে অজুহাত বানিয়ে পশ্চিমারা ইচ্ছাকৃতভাবে উত্তেজনা বাড়াচ্ছে বলেও অভিযোগ করে তেহরান।
এ নিয়ে বিভ্রান্তির মধ্যেই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই স্পষ্ট জানান, যুক্তরাষ্ট্রের হুমকি ও নিষেধাজ্ঞার মধ্যে সরাসরি বৈঠক সম্ভব নয়। বলেন, যতক্ষণ পর্যন্ত চাপ আর হুমকির ভাষা চলবে, ততক্ষণ সরাসরি আলোচনা হবে না।
বাঘেই আরও জানান, রাশিয়া, ইউরোপসহ অন্য পক্ষের সঙ্গেও আলাপ চালিয়ে যাচ্ছে ইরান। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বৈঠকের প্রশ্নই আসে না বলেও জানান তিনি।
আরএম/এসএন