সাভারের আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হলো মোবাইল সাংবাদিকতা বিষয়ক বুটক্যাম্প।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বনমায়া-২ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই কর্মশালায় শিক্ষার্থীরা মাঠপর্যায়ে হাতে-কলমে মোবাইল সাংবাদিকতার ব্যবহার ও কৌশল শিখেছে।
বুটক্যাম্পটি তিনটি ধাপে পরিচালিত হয়, যেখানে শিক্ষার্থীরা ভিডিও রিপোর্টিং, শর্ট পরিকল্পনা, ক্যামেরা মুভমেন্ট ও মিডিয়ার বর্তমান ট্রেন্ড সম্পর্কে সরাসরি প্রশিক্ষণ নেয়।
প্রথম সেশন পরিচালনা করেন সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক ও কোর্স শিক্ষক ড. আব্দুল কাবিল খান জামিল। তিনি মোবাইল ভিডিও রিপোর্টিংয়ের কৌশলসহ প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেন।
দ্বিতীয় সেশনে বিশ্ববিদ্যালয়ের মিডিয়া ল্যাবের সহকারী পরিচালক এস.এম. আব্দুর রাজ্জাক মিডিয়ার সময়ের সঙ্গে পরিবর্তনের বাস্তবতা তুলে ধরেন।
বুটক্যাম্পের তৃতীয় ও শেষ সেশনে অংশ নেন দেশের জনপ্রিয় মোবাইল সাংবাদিক ও বাংলাদেশ টাইমসের মোজো এডিটর ইন চিফ সাব্বির আহম্মেদ। তিনি প্রায় ৩০ ধরনের আধুনিক মোবাইল জার্নালিজম সরঞ্জাম শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করেন এবং সরাসরি দেখিয়ে দেন কীভাবে সেগুলো ব্যবহার করা হয়। ফলে শিক্ষার্থীরা আন্তর্জাতিক পর্যায়ে ব্যবহৃত সরঞ্জাম ও প্রযুক্তি সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জনের সুযোগ পায়।
ড. আব্দুল কাবিল খান জামিল বলেন, "মোবাইল সাংবাদিকতা বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের বাস্তব দক্ষতা অর্জনের সুযোগ দেওয়া, যাতে তারা ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে।"
সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই বুটক্যাম্পের সহযোগী প্রতিষ্ঠান ছিল জাতীয় অনলাইন গণমাধ্যম বাংলাদেশ টাইমস।
টিএ/