বিএনপিকে পাশ কাটাতেই নির্বাচন বিলম্ব করছে সরকার : শামসুজ্জামান দুদু

সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন বিলম্ব করছে—এমন অভিযোগ তুলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আজ শুক্রবার (১৮ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক যুব সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ অন্য নেতা-কর্মীদের সন্ধানের দাবি জানানো হয়।

সমাবেশে তিনি বলেন, এ সরকারের কাজে দেশবাসী খুবই উদ্বিগ্ন। তারা (সরকার) কি চায় সেটাও আমরা বুঝি না।

সরকারের উদ্দেশ্যে দুদু বলেন, বাংলাদেশে কি করবেন, কি করবেন না, এটা বড় কথা না। একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার জন্য অনতিবিলম্বে একটা নির্বাচন দিন।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আপনাদের আগেও বলেছি, হাসিনাকে যখন তাড়াতে পেরেছি, অন্য ফ্যাসিবাদের যদি উদ্ভব ঘটে তাদের তাড়ানো বাংলাদেশের মানুষের ‘ওয়ান-টু’র ব্যাপার। সেটি মাথায় রেখে কাজ করবেন। আপনাকে ফুলের মালা দিয়ে গ্রহণ করেছি। ফুলের মালা দিয়ে বিদায় জানাতে চাই। এটাই বিএনপির স্ট্যান্ট এখনো পর্যন্ত।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, এই সরকার রুটিন কাজ ছাড়া তারা কিছুই করতে পারবে না। বর্তমান প্রশাসনের ওপর দুটি জিনিস ভর করেছে খুব বেশি করে। একটা হচ্ছে- ঠিক অফিস টাইমের মধ্যে অফিসটা করে কোনো রকমে বাড়ি চলে যাওয়া। আরেকটা হচ্ছে, কোনো ফাইল যদি সামনে আসে সেই ফাইলটাকে বিলম্ব করে করে কোনো রকম নিজে এখান থেকে সরে গিয়ে আরেক জনের ঘাড়ে চাপিয়ে দেওয়া। এ কারণে সব কাজ স্থবির হয়ে গেছে।

সংগঠনের আহ্বায়ক কামাল আহমেদের সভাপতিত্বে এবং সদস্যসচিব দেলোয়ার হোসেন খোকনের সঞ্চালনায় সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, আবদুল কালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আরিফা সুলতানা রুমা প্রমুখ বক্তব্য দেন।

আরএ/টিএ


Share this news on:

সর্বশেষ

img
গ্যাসের মূল্যবৃদ্ধি শিল্পখাতের জন্য আত্মঘাতী হবে Apr 19, 2025
img
শেখ হাসিনা-কাদের-আসাদুজ্জামানসহ ৪০০ জনের বিরুদ্ধে মামলা Apr 19, 2025
img
আরসিবির হারে ক্ষুব্ধ বীরু: ‘কমন সেন্স দেখাতে পারলেন না বিরাটরা’ Apr 19, 2025
img
‘মায়ায় জড়ানো এক নাম তা হলো তুমি’, অনন্তর জন্মদিনে বর্ষা Apr 19, 2025
img
হান্নান মাসউদ জানালেন, ছবির সেই অফিসটির মালিক কে Apr 19, 2025
img
‘বরবাদ’-এর প্রযোজকের অভিযোগ: হল মালিকরা দিচ্ছেন না আয়ের সঠিক হিসাব Apr 19, 2025
img
ডিপিএলে বিতর্কিত আউট ঘিরে তদন্ত, বিসিবি সভাপতির সতর্ক বার্তা Apr 19, 2025
img
অবৈতনিক মুখপাত্র আবিদের নিয়োগ বাতিল Apr 19, 2025
img
'চুরি-কালো টাকার ভোট দেখতে চায় না জামায়াত' Apr 19, 2025
img
গুলশানে ব্যাটারি রিকশা বন্ধ, রাস্তায় নেমে প্রতিবাদ চালকদের Apr 19, 2025