প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে বিসিএস প্রার্থীরা, পুলিশের বাধা

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নেওয়ার দাবিতে পদযাত্রা নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাচ্ছেন চাকরিপ্রার্থীরা। তারা এ কর্মসূচির নাম দিয়েছেন ‘মার্চ টু যমুনা’।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৮টার দিকে এ কর্মসূচি শুরু করেন তারা। ৯টার দিকে তারা রাজধানীর শাহবাগে অবস্থিত হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পৌঁছালে তাদের বাধা দেন পুলিশ। সেখানে ব্যারিকেড দিয়ে আন্দোলনকারীদের আটকে দেন।
 
এ সময় পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন চাকরিপ্রার্থীরা। পরে তারা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে তাদের দাবি-দাওয়া সংবলিত স্মারকলিপি পৌঁছে দেওয়ার সুযোগ করে দিতে অনুরোধ করেন।

তবে পুলিশ কর্মকর্তারা জানান, যে দাবি নিয়ে তারা এসেছেন, তা কেবল সংশ্লিষ্ট দপ্তর কিংবা মন্ত্রণালয়ের কাছে দিতে হবে। প্রধান উপদেষ্টা বরাবর কোনো স্মারকলিপি দিলেও সেটা সংশ্লিষ্ট দপ্তর হয়ে আসবে।
 
প্রার্থীরা পুলিশের এমন প্রস্তাবে রাজি না হওয়ায় সেখানে উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশ কর্মকর্তারা আন্দোলনকারীদের কয়েকজনের একটি প্রতিনিধিদলকে যমুনায় নেওয়া যাবে কি না, তা নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ করার বিষয়টি জানান।

রাত সাড়ে ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত চাকরিপ্রার্থীরা সেখানে অবস্থান করছিলেন। পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে সেখানে আটকে রেখেছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এর আগে মঙ্গলবার সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনে বিক্ষোভ ও অবস্থান করেন চাকরিপ্রার্থীরা। বিকেলে দিকে পিএসসির প্রতিনিধিদলের সদস্যরা আন্দোলনকারীদের সঙ্গে কথাও বলেন। তবে সমাধান না হওয়ায় সন্ধ্যার পর তারা সেখান থেকে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি শুরু করেন।
 
আন্দোলনকারী জানান, পিএসসির কর্মকর্তাদের সঙ্গে তারা কথা বলেছেন। পিএসসি তাদের সিদ্ধান্তে অনড়। কর্মকর্তারা আমাদের জানিয়েছেন, লিখিত পরীক্ষার প্রশ্ন ছাপানো ও নিরাপত্তার সমস্যার কারণে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা যথাসময়ে নিতে হবে। কিন্তু চাকরিপ্রার্থীদের দাবি, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করে আগে ৪৪তম বিসিএসের ভাইভা নেওয়া হোক। পরে লিখিত পরীক্ষা শুরু হোক।

গত ৮ এপ্রিল থেকে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন করছেন একদল চাকরিপ্রার্থী। তাদের দাবির মুখে ৪৭তম বিসিএসের প্রিলি পিছিয়েছে পিএসসি। একই সঙ্গে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশ নেওয়া কারও ৪৪তম বিসিএসের ভাইভা পড়লে, তা স্থগিত থাকবে বলেও জানায় সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

তবে পিএসসির এ সিদ্ধান্ত মানতে নারাজ চাকরিপ্রার্থীরা। তারা ৪৪তম বিসিএসের ভাইভা শেষে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নেওয়ার দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।


এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

পাঁচ বছর সরকারকে ক্ষমতায় রাখার বিষয়ে কিছু বলেননি স্বরাষ্ট্র উপদেষ্টা Apr 16, 2025
ছাত্রদলের মাতব্বরি আমরা চায় না, ছাত্রসংসদের এই কথা কেন Apr 16, 2025
ঢাকা কলেজ সিটি কলেজ দ্ব'ন্দ্ব নিয়ে যা জানালেন পুলিশ কর্মকর্তা Apr 16, 2025
বহুল প্রত্যাশিত ডাকসু নির্বাচনের টাইমলাইন প্রকাশ Apr 16, 2025
জামায়াত আমীরকে ভালোবাসা জানিয়ে ইলিয়াস হোসেনের পোস্ট Apr 16, 2025
আমাদের যেতে হবেনা, ভারত আমাদের দেশে আসবে Apr 16, 2025
ডাকবিভাগে নতুন সংযোজন, সময় বাঁচবে ডাকপিয়নদের Apr 16, 2025
রেলওয়ের ভূমি দখল নিয়ে যে জবাব দিলেন মির্জা আব্বাস Apr 16, 2025
ঢাকায় যুক্তরাষ্ট্রের দুই শীর্ষ কূটনীতিকের সফর নিয়ে যা জানা গেল Apr 16, 2025
কুয়েটে সাময়িক বহিষ্কার ৩৭ শিক্ষার্থী, হল খুলবে ২ মে Apr 16, 2025