এনসিপি যত সময় পাবে, ততই তারা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হবে, হোমিওপ্যাথি ডোজের মত: মাসুদ কামাল

সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল অনলাইন টকশো "ঠিকানায় খালেদ মুহিউদ্দিন" এ আলাপকালে বলেন, “নির্বাচন কবে হবে সেটা বলা কঠিন, বলা যায় না। কারণ এই সরকারের সাথে যারা আছেন, তারা একেকজন একেক কথা বলেন। অথবা সরকারের যারা সুবিধাভোগী আছেন, তারা নানাপন্থী। তবে আমি মনে করি, নির্বাচন এ বছরের ডিসেম্বরের মধ্যে হওয়া সম্ভব।”
 
তিনি বলেন, “আমার মনে হয়, বাংলাদেশের স্বাধীনতার পর এ যাবৎকালে ড. ইউনূসের সরকার সবচেয়ে ভাগ্যবান সরকার। এই সরকার দেশের মাঠে থাকা সকল রাজনৈতিক দলের নিঃশর্ত সমর্থন পেয়েছে। এর আগে এমন কোন সরকার এই ধরনের সমর্থন পায়নি—এমনকি বঙ্গবন্ধু সরকারেরও তা হয়নি। এমন একটা সমর্থন পাওয়ার কারণে যারা এই সরকারের সুবিধাভোগী, তারা নানা ধরনের কাজ করছেন এবং সামাজিক মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন।”
 
মাসুদ কামাল আরও বলেন, “কেউ বলছেন তিন বছর, কেউ বলছেন ২০২৯ সাল পর্যন্ত, কেউ বলছেন পাঁচ বছর। একজন দার্শনিক আছেন, তিনি বলছেন জাতীয় সরকার হবে—সেখানে ড. ইউনূস হবেন প্রধান উপদেষ্টা, আর উপ-প্রধান উপদেষ্টা হবেন তারেক রহমান। এ ধরনের নানা ফর্মুলেশন আমরা দেখতে পাচ্ছি।”

তিনি বলেন, “সব রাজনৈতিক দল এ সরকারকে সমর্থন দিচ্ছে। সাপোর্ট না দিলে চাপ তৈরি হবে। এ চাপ সামাল দেওয়ার ক্ষমতা ড. ইউনূস সরকারের নেই। আগামী সপ্তাহে যদি তারেক রহমান এসে বলেন যে আমি আগামী সপ্তাহে নির্বাচন চাই—আপনি নিশ্চিত থাকেন, নির্বাচন ডিসেম্বরেই হবে। কারণ ড. ইউনূস ওই রিস্কে যাবেন না। তার পক্ষে এই চাপ সামাল দেওয়া সম্ভব না।”

তিনি বলেন, “এখন অনেক পলিটিকাল পার্টি অনেক রকম কাহিনি করতেছে। যার যার স্বার্থ আছে। কেউ কেউ ভাবতেছে, আমি আর কয়েকদিন সময় নিলে গুছিয়ে নিতে পারবো। আমার ধারণা এনসিপি আর সেটা ভাবে না। এনসিপি বুঝে গেছে, অনন্তকাল সময় দিলেও যত বেশি সময় পাবে, ততই তারা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হবে, হোমিওপ্যাথির ডোজের মত। এটাতে কোনো কাজ হবে বলে আমার মনে হয় না। এনসিপির আশা-আকাঙ্ক্ষা মোটামুটি শেষ।”


এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

কর্মের খোঁজে বিদেশ যাত্রা তবে ভাগ্যে ছিল অন্যকিছু! Apr 16, 2025
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় গ্রেপ্তার আ. লীগ নেতা Apr 16, 2025
কম্প্রোমাইজ নয়, শিষ্টাচারবহির্ভূতই করব: হাসনাত Apr 16, 2025
মায়ানমার থেকে ২০ বাংলাদেশিকে নিয়ে ফিরলো নৌবাহিনী Apr 16, 2025
আপনের সামনে সেদিন কি ঘটেছিল? Apr 16, 2025
ভোল পাল্টে স্বেচ্ছাসেবক লীগ নেতা বনে গেলেন শ্রমিকদল নেতা Apr 16, 2025
শাপলা চত্বরের ঘটনায় ৭১ টিভির চেয়ারম্যানের বিরুদ্ধে অভি যোগ দায়ের Apr 16, 2025
জনগণ কি ইউনুস সরকারকেই পাঁচ বছর চায়? Apr 16, 2025
পাঁচ বছর সরকারকে ক্ষমতায় রাখার বিষয়ে কিছু বলেননি স্বরাষ্ট্র উপদেষ্টা Apr 16, 2025
ছাত্রদলের মাতব্বরি আমরা চায় না, ছাত্রসংসদের এই কথা কেন Apr 16, 2025