নোয়াখালীতে চাঁদা দাবির অভিযোগে সমন্বয়কসহ গ্রেফতার ৫

নোয়াখালীর কবিরহাট উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়কসহ পাঁচজনকে এক যুবককে আটকে রেখে চাঁদা দাবির অভিযোগে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকালে তাদের নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে সোমবার রাতে উপজেলার বাটইয়া ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মো. মহিউদ্দিনের ছেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার সমন্বয়ক আবদুল্লাহ আল মামুন (২৫), একই ওয়ার্ডের জাহাঙ্গীর আলমের ছেলে মো. মনিরুল ইসলাম আকাশ (২১), একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত আবু তাহেরের ছেলে মো. পারভেজ হোসেন (৩০), ২ নম্বর ওয়ার্ডের মৃত আবুল খায়েরের ছেলে অহিদুল ইসলাম (২৪) ও বাটইয়া ইউনিয়নের মো. সালাউদ্দিনের ছেলে মো. ইউনুস হোসেন রাজু (২২)।

চাঁদা দাবির অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করেছেন বাটইয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সফি উল্যাহ।

মামলার এজাহার ও ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, সফি উল্যাহর ছেলে মো. তাফসীরুল ইসলাম রাফসানকে (১৯) সোমবার বেলা আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত আটকে রাখেন অভিযুক্তরা। তাকে মাদকসহ আটক করেছেন বলে দাবি করেন তারা। এরপর ছেলের মোবাইল নম্বর থেকে কল করে ডিবি ও সেনাবাহিনী পরিচয় দিয়ে তার বাবার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন।

টাকা না দিলে ছেলেকে মারধরের হুমকি দেন তারা।

দাবিকৃত টাকা বাটইয়া ইউনিয়নের কৃঞ্চারটেক মসজিদের সামনে রাখার জন্য বলা হয়। ভুক্তভোগীর বাবা ৭০ হাজার টাকা নিয়ে যান। কিন্তু প্রশাসনের লোক তার সঙ্গে আছে ভেবে স্থান পরিবর্তন করতে থাকেন অভিযুক্তরা।

পরবর্তীতে রাফসানকে মাইজদী নিয়ে ডিবি পুলিশকে বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানান তারা। এতে তাদের কথাবার্তায় সন্দেহ হয় সফি উল্যাহর। তিনি জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি জানান। সেইসঙ্গে সেনাবাহিনী ও পুলিশকেও জানান। পুলিশ ও সেনাবাহিনী মোবাইলের কল রেকর্ড শুনে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাতে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে।

জিজ্ঞাসাবাদে আটককৃতরা চাঁদা দাবির কথা স্বীকার করেন। এ ঘটনায় সফি উল্যাহ বাদী হয়ে কবিরহাট থানায় ছয়জনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলায় আরো চার-পাঁচজনকে অজ্ঞাত আসামি করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলা কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম বলেন, ‘গ্রেফতারকৃত পাঁচজনের মধ্যে আবদুল্লাহ আল মামুন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রমের সঙ্গে যুক্ত। তিনি জেলার সমন্বয়ক ছিলেন। অন্যরা আমাদের সঙ্গে যুক্ত নন। উপজেলায় আমাদের কোনো কমিটি নেই। তবে মামুন ষড়যন্ত্রের শিকার কিনা, তা আমরা খতিয়ে দেখছি।’

কবিরহাট থানার পরিদর্শক (তদন্ত) মো. মঞ্জুর আহমদ বলেন, ‘এ ঘটনায় চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে। ওই মামলায় পাঁচজনকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

নিবন্ধনবিহীন দলের প্রতীক 'নৌকা' কেন থাকবে তফসিলে, প্রশ্ন এনসিপির Jul 13, 2025
হাসপাতালে র‍্যাবের অভিযান, বেরিয়ে এলো দালালের নেটওয়ার্ক! Jul 13, 2025
img
তত্ত্বাবধায়ক সরকার গঠন ইস্যুতে মঙ্গলবার আলোচনা শুরু Jul 13, 2025
img
চিকিৎসা শেষে হাসপাতাল ত্যাগ করলেন মাহাথির মোহাম্মদ Jul 13, 2025
img
মিয়ানমারে উলফার ঘাঁটিতে ভারতীয় সেনাবাহিনীর ড্রোন হামলার অভিযোগ Jul 13, 2025
img
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার প্রিয় ব্যক্তিত্ব: আসিফ নজরুল Jul 13, 2025
img
আবারও সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিলো ডিএমপি Jul 13, 2025
img
“আনু মালিক আমার বাবাকে ঠকিয়েছেন”, সাক্ষাৎকারে আমাল মালিক Jul 13, 2025
img
দিন তিনেক পর পর একটি করে রেকর্ড ভাঙেন মেসি : মায়ামির কোচ Jul 13, 2025
img
ফেনীর পরশুরামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে কোস্ট গার্ডের ত্রাণসামগ্রী বিতরণ Jul 13, 2025
img
চাতক পাখির মতো জাতি জামায়াতের দিকে তাকিয়ে আছে : গোলাম পরওয়ার Jul 13, 2025
img
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিটের মূল্য প্রকাশ Jul 13, 2025
img
নিরাপত্তার জন্য হেলমেটে সিসি ক্যামেরা লাগিয়ে ঘুরছেন যুবক Jul 13, 2025
img
'এটা আমাদের অভিনয়েরই একটা পার্ট', বিচারককে অপু বিশ্বাস Jul 13, 2025
img
স্বর্ণ পাচারে ১১ টি বারসহ যশোরে তিন চোরাকারবারি আটক Jul 13, 2025
img
জুলাই শহীদ দিবস: বেরোবিতে ৬২ ঘণ্টা বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ Jul 13, 2025
শাপলা প্রতীক নিয়ে যে চূড়ান্ত সিদ্ধান্ত দিল সিইসি Jul 13, 2025
"ছাত্রদের উপর গুলির নির্দেশ" শিক্ষক হয়ে শিক্ষকদের বিরুদ্ধে ঢাবিতে প্রতিবাদ Jul 13, 2025
আওয়ামী লীগ করা মানুষরাই আজ তওবা করে দল ছাড়ছে: ভিপি নুর Jul 13, 2025
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চিরুনি অভিযানে নামছে সরকার Jul 13, 2025