জোড়া গোল করা অভ্যাসে পরিণত করেছেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে চলতি মৌসুমে উড়ছেন তিনি। ক্লাবটির হয়ে এমএলএসে সবশেষ পাঁচ ম্যাচেই জোড়া গোল করে রেকর্ড গড়েছেন আর্জেন্টিনার অধিনায়ক। দলের সেরা তারকার এমন তুখোড় ফর্মে দারুণ খুশি মায়ামির কোচ হাভিয়ের মাশচেরানো।
উড়ন্ত মেসির আরেকটা জাদুকরী পারফরম্যান্সে জয় পেয়েছে ইন্টার মায়ামি। রোববার (১৩ জুলাই) সকালে মেসির জোড়া গোলে ন্যাশভিলে এসসি'কে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। এই নিয়ে টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করলেন মেসি, যা এমএলএসে টানা জোড়া গোল করার রেকর্ড।
ম্যাচের পর অধিনায়কের জাদুকরী পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন কোচ হাভিয়ের মাশচেরানো। একই সঙ্গে টানা খেলে যাওয়ায় মেসির ওয়ার্কলোড নিয়ে যে দুশ্চিন্তায় পড়েছেন–সেটিও স্বীকার করেছেন তিনি।
এই আর্জেন্টাইন কোচ বলেন, 'অবশ্যই, আমরা প্রতিদিনকার অবস্থা পর্যবেক্ষণ করছি এবং তার সঙ্গে কথা বলছি। আমরা তার বিশ্রামের জন্য সঠিক সময় খুঁজে বের করব। সে যা করে যাচ্ছে তা অবিশ্বাস্য–তিনদিন পরপর একটা করে রেকর্ড ভাঙছেন। সে এই দলের পতাকাবাহক, আমাদের নেতা এবং আমাদের কীভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে তার মানও ঠিক করে দিচ্ছেন। তার ক্যারিয়ারের এই পর্যায়ের একটা অংশ হতে পারাটা আশির্বাদ।'
সবশেষ তিন ম্যাচে গোলের দেখা পাননি মায়ামির স্ট্রাইকার লুইস সুয়ারেজ। তবে কিংবদন্তি স্ট্রাইকারের গোল না পাওয়া নিয়ে দুশ্চিন্তা করছেন না মায়ামির কোচ।
মাশচেরানোর ভাষায়, 'ক্যারিয়ারে ৫০০ গোল করা কারো সমালোচনা করার এটা সঠিক সময় নয়। লুইস (সুয়ারেজ) একজন কিংবদন্তি, মেসি, বুসকেটস এবং জর্দির (আলবা) মতোই। যখন যে গোল করে না, এসব আলোচনা শুরু হয়–কিন্তু সে তার চেয়েও অনেক বেশিকিছু দেয় আমাদের। মাত্র দুই সপ্তাহ আগে, আমরা পালমেইরাসের বিপক্ষে তার বিস্ময়কর গোল নিয়ে বলছিলাম। ফুটবল বৈচিত্র্যময়। যতক্ষণ পর্যন্ত আমাদের শীর্ষ খেলোয়াড়রা সুস্থ, আমি তাদের সমর্থন করব এবং আমাদের তরুণ খেলোয়াড়দেরও পথ খুঁজে নিতে হবে।'
এমকে/টিকে