কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে লাঠির আঘাতে মো. সলিম নামের এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৬টায় উপজেলার কুতুপালং ৩ নম্বর ক্যাম্পের এফ/৬৯ ব্লকে এ ঘটনা ঘটেছে ৷
নিহত মো. সলিম (৪৩) একই ক্যাম্পের সৈয়দ আলীর ছেলে।
জানা গেছে, যায়, নিহত মো. সলিমের সঙ্গে একই এলাকার মো. আব্বাসের মধ্যে পারিবারিক কলহের জের ধরে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে সলিমের মাথায় ও মুখে লাঠি দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে আইওএম হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসেইন জানান, সন্ধ্যায় পারিবারিক কলহের খবর শুনে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। পরে কক্সবাজার হাসপাতালে একজন নিহত হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।
ওসি জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলমান আছে বলেও জানান ওসি।
এসএম/টিএ