এক কেজি গাঁজাসহ বাবা-ছেলে গ্রেফতার

রাজশাহীর দুর্গাপুরে র‌্যাবের অভিযানে ১ কেজি গাঁজাসহ বাবা-ছেলেকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড জব্দ করা হয়েছে।

সোমবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে দুর্গাপুর উপজেলার রসুলপুর এলাকায় এ অভিযান চালায় র‌্যাব-৫।

গ্রেফতাররা হলেন- মো. নাজিম উদ্দীন (৩৬) ও তার ছেলে সোহানুর ইসলাম নাহিদ (২১)। তারা রাজশাহীর দুর্গাপুর উপজেলার বর্ধনপুর গ্রামের বাসিন্দা।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে- দুর্গাপুরের জয়নগর ইউনিয়নের কারবালা মোড় সংলগ্ন একটি স্থানে কিছু ব্যক্তি গাঁজাসহ মাদকদ্রব্য বিক্রির জন্য অবস্থান নিয়েছে। পরে র‌্যাবের একটি অভিযানিক দল তাদের গতিবিধি নজরে রেখে অভিযান পরিচালনা করে। তল্লাশিতে মোটরসাইকেলে থাকা একটি বাজারের ব্যাগ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, ধৃত নাজিম ও তার ছেলে নাহিদ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা গাঁজা ও ফেনসিডিলসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে দুর্গাপুর থানার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করত। আসামিদের বিরুদ্ধে দুর্গাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এসএম/টিএ

Share this news on: