নানা কারণেই সংবাদের শিরোনাম হন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। প্রেম, বিয়ে, বিচ্ছেদ নিয়ে হরহামেশাই আলোচনার সৃষ্টি করেন তিনি। বাদ যায় না তার ব্যক্তিজীবনের বিভিন্ন কর্মকাণ্ডও।
সম্প্রতি গৃহকর্মীকে মারধরের অভিযোগে বিতর্কের মুখে পড়েন এই অভিনেত্রী। এই ঘটনায় পরীমণির নামে মারধরের অভিযোগে থানায় জিডি (সাধারণ ডায়েরি) দায়ের হয়।
যেখানে পিংকি আক্তার নামের সেই গৃহকর্মী দাবি করেন, নায়িকার এক বছরের কন্যাসন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে তাকে মারধর করেন পরী।
এরপর গণমাধ্যমেও পরীমণির ব্যক্তিজীবন নিয়ে বিভিন্ন আপত্তিকর মন্তব্য করে সেই তরুণী। যেখানে উঠে আসে সংগীতশিল্পী শেখ সাদীর নাম। বহুদিন ধরেই এই গায়কের সঙ্গে নায়িকার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে শোবিজপাড়ায়।
পরীমণির ঘটনায় ক্ষোভ উগরে দিলেন শেখ সাদী
পরীমণির ফেসবুকেও পরোক্ষভাবে বিভিন্ন সময় এই গায়কের সঙ্গে ছবি কিংবা সাদীকে উদ্দেশ্য করে নানা ধরণের স্ট্যাটাসের দেখা মিলেছে। যেখানে তাদের সম্পর্কের মধুর রসায়ন ভক্তদের চোখে পড়েছে।
তবে সম্প্রতি সময়ে সময়ে সাদীর প্রসঙ্গে যেন পুরোপুরি নীরব পরীমণি। বোঝাই যাচ্ছে, অভিনেত্রীকে জড়িয়ে বিভিন্ন সংবাদ দুজনকেই বিব্রতির মুখে ফেলেছে। ভক্তরাও মনে করছেন, সাদী-পরীমণির মাঝে দূরত্বের সৃষ্টি হয়েছে।
সাদী-পরীর সম্পর্কের বর্তমান সমীকরণ যেটাই হোক না কেন, সম্প্রতি এই নায়িকার দুইটি ফেসবুক পোস্ট আবারও আলোচনার ঝড় তুলেছে।
দুইটি স্ট্যাটাসই রহস্যময় বার্তা দিতে চেয়েছেন পরীমণি। যেখানে কোনো কিছুই স্পষ্ট করেননি তিনি। তবে নেটিজেনরা সেই স্ট্যাটাসেও শেখ সাদী প্রসঙ্গই টেনে এনেছেন।
কাকে ইঙ্গিত করে পোস্ট দিলেন পরীমণি?
এর মধ্যে মঙ্গলবার এক স্ট্যাটাসে পরী লিখেছেন, তোমার মা-মা, আর বাকি সব......। এরপর বুধবার এক শব্দের এক স্ট্যাটাসে অভিনেত্রী লিখেছেন, ‘ব্লাকমেইলার’।
যদিও এই দুই স্ট্যাটাসের রহস্য খোলাসা করেননি পরীমণি। তবে নেটিজেনদের মন্তব্য তো আর বন্ধ করতে পারেননি। দুই স্ট্যাটাসই ঝড়ের গতিতে শেয়ার হয়েছে ফেসবুকে বিভিন্ন অ্যাকাউন্ট, গ্রুপে।
যেখানে কেউ কেউ বলেছেন, হয়তো কাউকে উদ্দেশ্য করেই এই বার্তা দিয়েছেন পরী। কেউ লিখেছেন, ‘নায়িকা তাহলে ব্লাকমেইলের শিকার হচ্ছেন।’ কারো আবার মন্তব্য, ‘হয়তো পরবর্তী কোনো সিনেমা কিংবা ওয়েব সিরিজের প্রচারণায় এই প্রন্থা বেছে নিয়েছেন পরী।’
তবে নায়িকার শুভাকাঙ্খীদের প্রশ্ন, আবার কী হয়েছে পরীমণির? ব্যক্তিজীবনে নতুন কোনো সমস্যার সম্মুখীন হলেন তিনি? সেই উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।
এসএন