বিগত ৮ মাসে দেশে কিছুই সংস্কার হয়নি

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, গত আট মাসে দেশে কোনো বাস্তব সংস্কার হয়নি। তিনি বলেন, “আমরা চাই দেশের জনগণ গণতন্ত্র ফিরে পাক। কিন্তু এখনো দেশে ষড়যন্ত্র চলমান রয়েছে, আর এসব মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

বুধবার (১৬ এপ্রিল) বিকেলে হবিগঞ্জে জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

আব্দুস সালাম বলেন, “যদি দেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে পরিচালিত হতো, তাহলে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যেত। জিয়াউর রহমান ছিলেন একজন প্রকৃত সংস্কারক। তাকে নিয়ে গবেষণা হওয়া দরকার এবং তার আদর্শকে অনুসরণ করেই আমাদের সামনে এগোতে হবে।”

তিনি আরও বলেন, “এক সময়ের স্বৈরাচারী সরকার জনগণের ওপর দমন-পীড়ন চালিয়েছিল বলেই আজ তাদের দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। গত ১৭ বছরে দেশের শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে, ইতিহাস বিকৃত করা হয়েছে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ছালেহ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, হাজি এনামুল হক, অ্যাডভোকেট এনামুল হক সেলিম, অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম, পাবলিক প্রসিকিউটর মো. আব্দুল হাই, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ এবং জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন।

অনুষ্ঠান শেষে ৫ শতাধিক শিক্ষার্থীর মধ্যে স্কুল ব্যাগ, খাতা, পেন্সিলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
তিন দফা দাবিতে কাঁথা-বালিশ নিয়ে জবি শিক্ষার্থীদের ক্যাম্পাসে অবস্থান Apr 20, 2025
img
ফিফা চাইলে ৬৪ দলের বিশ্বকাপ আয়োজন করতে রাজি সৌদি আরব Apr 20, 2025
img
সিরাজগঞ্জে মামা-মামি-বোনকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড Apr 20, 2025
img
নববধূ রেখাকে জুতাপেটা করে বরণ করেছিল শাশুড়ি Apr 20, 2025
img
নগরীর যানজট নিরসনে হকার ব্যবস্থাপনা জরুরি : চসিক মেয়র Apr 20, 2025
img
আজ খারাপ খেলেছি তাই বলা যাবে না তারা চেষ্টা করছে না : সালাউদ্দিন Apr 20, 2025
img
নারীর মরদেহের ময়নাতদন্ত নারী চিকিৎসক দিয়ে কেন নয় প্রশ্নে হাইকোর্টের রুল জারি Apr 20, 2025
img
সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী বিপুর ৪৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ, গাড়ি-এ্যাপার্টমেন্ট জব্দ Apr 20, 2025
img
চীনের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক ২ হাজার বছরের পুরোনো : ঢাবি উপাচার্য Apr 20, 2025
img
নৌপরিবহন অধিদপ্তরের নতুন ডিজি শফিউল বারী Apr 20, 2025