ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী আমজানখোর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সামশুল হককে গ্রেফতার করেছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ। গতকাল বুধবার (১৬ এপ্রিল) রাতে তাকে আটক করা হয় বলে পুলিশ নিশ্চিত করেছে।
সম্প্রতি বালিয়াডাঙ্গীতে একটি ওপেন হাউস ডে অনুষ্ঠানে অতিথির আসনে বসা অবস্থায় সামশুল হকের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এর পর থেকেই তাকে নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।
আওয়ামী লীগ নেতাবালিয়াডাঙ্গী থানা পুলিশ সূত্রে জানা গেছে, সামশুল হকের দুই ছেলে বৈষম্যবিরোধী ছাত্রহত্যা মামলার এজাহারভুক্ত আসামি। এ ছাড়া তার বিরুদ্ধে গত ৫ আগস্টের পর এলাকায় সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।
বালিয়াডাঙ্গী থানার ওসি মো. শওকত সরকার জানান, ‘সামশুল হকের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ রয়েছে।
আরএম/টিএ