চাকরি গেল চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানো ভারতীয় কোচের

অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফির মাঝপথেই শুরু হয়েছিল গুঞ্জন—ভারতের ড্রেসিংরুমের তথ্য ফাঁস হচ্ছে বাইরে। সেই অভিযোগে জড়িয়েছে উইকেটরক্ষক ব্যাটার সরফরাজ আহমেদের নামসহ কয়েকজন ক্রিকেটারের।

তবে এতগুলো দিন পর সেই নাটকে এলো নতুন মোড়। ভারতের একাধিক গণমাধ্যমের খবর, ড্রেসিংরুমের কথা বাইরে প্রকাশের সেই অভিযোগের ভিত্তিতে বরখাস্ত করা হয়েছে দলের তিন কোচকে। সহকারী কোচ অভিষেক নায়ার, ফিল্ডিং কোচ টি দিলীপ এবং স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ সোহম দেসাই আছেন বাদ পড়ার তালিকায়। ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা এনে দেয়ার দুই মাসের মধ্যে ছাঁটাই হতে হলো তাদের।

ভারতের ক্রিকেট বোর্ড অবশ্য চ্যাম্পিয়ন্স ট্রফির সাফল্য দিয়ে তাদের রেখে দেয়ার বিবেচনা করেনি। দলের খবর বাইরে প্রকাশ করার অপরাধটাই বড় করে দেখছে। সেইসঙ্গে অস্ট্রেলিয়ায় গিয়ে বোর্ডার-গাভাস্কার ট্রফি ৩-১ ব্যবধানে হেরে আসার শাস্তিটাও পেতে হচ্ছে তাদের।

ভারতের হারের কারণ হিসাবে এই তিন জনের ব্যর্থতার কথা উঠে এসেছে ভারতের গণমাধ্যমগুলোতে। তাদের জায়গায় কে আসছেন তা এখন পর্যন্ত জানানো হয়নি। আইপিএলের ব্যস্ততা শেষে জাতীয় দলের ক্যাম্পে ফিল্ডিং কোচ এবং সহকারী কোচের দায়িত্বটা সামাল দেবেন রায়ান টেন ডেসকাট। তবে স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ সোহমের বদলে আসতে পারেন আদ্রিয়ান লে রুস।

অবশ্য ভারতের ব্যর্থতাকেই এই তিনজনের ছাঁটাইয়ের মূল কারণ বলতে নারাজ অনেকেই। একই কোচিং প্যানেল ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফিও এনে দিয়েছে কদিন আগে। প্রধান কোচ গৌতম গম্ভীরকে রেখে তাদের ছাঁটাই করার পেছনে মূলত শৃঙ্খলাজনিত কারণকেই তাই বড় করে দেখা হচ্ছে।

গম্ভীর কোচ হয়ে আসার পর কলকাতা নাইট রাইডার্স থেকে নিয়ে এসেছিলেন অভিষেক নায়ারকে। গম্ভীরের শর্ত মেনেই রাজি হয়ে যায় বোর্ড। কিন্তু আট মাসেই চাকরি থেকে অভিষেকের। আর টি দিলীপ থেকে গম্ভীরের কোচিং প্যানেলের একমাত্র সদস্য যিনি রাহুল দ্রাবিড়ের প্যানেলেও ছিলেন। ড্রেসিংরুমে বেশ জনপ্রিয় ছিলেন দিলীপ।

কিন্তু শেষ পর্যন্ত অভিষেক বা সোহমের মতো দিলীপকেও ছাঁটাই করতে বাধ্য হলো ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএলের পর ইংল্যান্ড সিরিজ দিয়ে শুরু হবে ভারতের আগামী টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র। তার আগেই নিজেদের দল গুছিয়ে নেয়ার তাগিদে বিসিসিআইয়ের আকস্মিক এই সিদ্ধান্ত। 

আরএম/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
‘আপা,চলেন প্রেম করি’এইভাবেই মুনমুনকে প্রস্তাব দেন জামিল Apr 20, 2025
img
দেশে ‘কেমন একটা অস্থিরতা চলছে’ : মির্জা ফখরুল Apr 20, 2025
img
চর্চিত প্রেমিকের সঙ্গে তিরুপতিতে সামান্থা, বিয়ের গুঞ্জন Apr 20, 2025
img
ডলারের দরপতন, আস্থা হারাচ্ছে বিশ্ব? Apr 20, 2025
img
শেষ মুহুর্তের গোলে ইন্দোনেশিয়াকে হারাল বাংলাদেশ Apr 20, 2025
img
তিন দফা দাবিতে কাঁথা-বালিশ নিয়ে জবি শিক্ষার্থীদের ক্যাম্পাসে অবস্থান Apr 20, 2025
img
ফিফা চাইলে ৬৪ দলের বিশ্বকাপ আয়োজন করতে রাজি সৌদি আরব Apr 20, 2025
img
সিরাজগঞ্জে মামা-মামি-বোনকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড Apr 20, 2025
img
নববধূ রেখাকে জুতাপেটা করে বরণ করেছিল শাশুড়ি Apr 20, 2025
img
নগরীর যানজট নিরসনে হকার ব্যবস্থাপনা জরুরি : চসিক মেয়র Apr 20, 2025