জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘সংস্কার ও বিচার নিশ্চিত করেই নির্বাচন দিতে হবে, তবে অতিরিক্ত সময় যেন না নেয় এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে।’ তিনি বলেন, ‘নির্বাচন এমনভাবে করতে হবে, যেন কেউ প্রশ্নবিদ্ধ করতে না পারে।’
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর হোটেল ওয়েস্টিনে এক ব্রিফিংয়ে তিনি এ সব কথা বলেন।
‘সংস্কার অবশ্যই করতে হবে। সংস্কার কারা করবে, সংস্কারের প্রধান অংশীদার রাজনৈতিক দলগুলো। এই দলগুলো যত দ্রুত সহযোগিতা করবে, তত দ্রুত নির্বাচন হবে।’
আমির বলেন, ‘সংস্কারে রাজনৈতিক দলগুলোর সহযোগিতার ঘাটতি থাকে, যদি সংস্কার না হয়- তাহলে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়বে।’
রাজনৈতিক দলগুলোকে বাস্তবতার জায়গায় এসে সংস্কারে সহযোগিতা করার আহ্বান জানান আমির। দৃশ্যমান বিচার দেখাতে হবে, বলেও মন্তব্য করেন তিনি।
শফিকুর রহমান এসময় ইউরোপের সকল দেশের দূতাবাস স্থাপনের জন্য আহ্বান জানান।
আরএম/টিএ