‘শৌচালয়ে পড়ে দাঁত ভেঙেছিলেন’,স্ত্রীর মৃত্যু নিয়ে জানালেন বনি কাপুর

শ্রীদেবীর আকস্মিক মৃত্যুতে থমকে গিয়েছিল বলিউড। ভারতের প্রথম মহিলা ‘সুপারস্টার’-এর তকমা পেয়েছিলেন অভিনেত্রী। শেষের দিকেও তাঁর বেশ কয়েকটি ছবি সফল। কিন্তু হঠাৎই ছন্দপতন হয়। ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি মৃত্যু হয় অভিনেত্রীর। শেষের দিকে নাকি প্রায়ই অসুস্থ হয়ে প়ড়তেন। সে বিষয়ে মুখ খুলেছিলেন বনি কাপুর।
 
ছিপছিপে চেহারা ধরে রাখতে খাওয়াদাওয়া বিশেষ ভাবে নিয়ন্ত্রণ করতেন শ্রীদেবী। সে কারণেই তাঁর রক্তচাপ কম থাকত বেশির ভাগ সময়। এ ভাবই ক্রমশ শরীর ভাঙছিল অভিনেত্রীর। পর্দায় নিজেকে কেমন দেখাচ্ছে, তা নিয়ে সব সময় ভাবিত ছিলেন শ্রীদেবী। সৌন্দর্য ধরে রাখতে তিনি যা করতেন, তার প্রভাব স্বাস্থ্যেও পড়েছিল। বনি বলেছিলেন, “ও সব সময়ে চাইত, ওকে যেন পর্দায় দেখতে ভাল লাগে, ওর চেহারার গড়নও যেন ঠিক থাকে।”
 
মাঝে মধ্যে একবেলা খাওয়া বন্ধ রাখতেন শ্রীদেবী। কখনও আবার সারা দিন না খেয়ে থাকতেন ওজন ঝরানোর জন্য। বনি বলেছিলেন, “ও প্রায়ই উপোস করে থাকত। ও চাইত, ওকে যেন দেখতে ভাল লাগে।” খাওয়াদাওয়ার অনিয়মের ফলে বরাবরই নিম্ন রক্তচাপ থাকত শ্রীদেবীর। প্রায়ই অসুস্থ হয়ে পড়তেন, চোখের সামনে অন্ধকার দেখতেন। চিকিৎসক বার বার নিষেধ করা সত্ত্বেও ঠিক মতো খাওয়াদাওয়া করতেন না, পাছে ওজন বেড়ে যায়!

শ্রীদেবীর মৃত্যুর পরে একটি ঘটনা জানতে পেরেছিলেন বনি। অভিনেতা নাগার্জুন সেই ঘটনা জানিয়েছিলেন বনিকে। প্রযোজকের কথায়, “খুব দু্র্ভাগ্যজনক ঘটনা। ওর মৃত্যু পরে নাগার্জুন শোকপ্রকাশ করতে এসেছিলেন আমাদের বাড়ি। নাগার্জুন জানান, একটি ছবির শুটিং-এর সময়ে প্রায় খাওয়া বন্ধ করে দিয়েছিলেন শ্রীদেবী। যার ফলস্বরূপ শ্রীদেবী শৌচালয়ে পড়ে যায় এবং ওঁর দাঁত ভেঙে যায়।”


এমআর/এসএন


Share this news on:

সর্বশেষ

img
পিএসএলে ইতিহাস গড়লেন পাকিস্তানি তারকা Apr 19, 2025
img
জিম্বাবুয়ের পেসারকে হুমকি মনে করছেন বাংলাদেশ কোচ Apr 19, 2025
img
ইন্টারপোলে শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির আবেদন Apr 19, 2025
img
আল-কায়েদার হুমকিতে নিরাপত্তা চেয়েছিলেন প্রিন্স হ্যারি Apr 19, 2025
img
সম্পর্ক জোরদারে তিন দিনের সফরে ঢাকায় আসছেন হুনানের গভর্নর Apr 19, 2025
img
জাপানে সাত ডলার চুরি করে হারালেন ৮৪ হাজার ডলার Apr 19, 2025
img
মিয়ানমারে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত জান্তা ও বিরোধী দল Apr 19, 2025
img
বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ Apr 19, 2025
img
সরকারি খাদ্য গুদামে চাল সরবরাহে অনীহা, ৩১৬ মিলের নিবন্ধন বাতিল Apr 19, 2025
img
পিএসএলে ঝলক দেখানো রিশাদকে নিয়ে আগ্রহ দেখাচ্ছে অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোও Apr 19, 2025