শাহরুখ-ফারহানের দ্বন্দ্বে যা বললেন আলি খান

বলিউড বাদশাহ শাহরুখ খান ও ফারহান আখতারের যৌথ প্রযোজনায় ‘ডন’ ও ‘ডন ২’-বক্স অফিসে ব্লক বাস্টার হয়। যদিও এই 'ডন' তৈরির সময়ই নাকি শাহরুখ ও ফারহানের মধ্যে মতবিরোধ হয়েছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে সে বিষয়টিই সামনে আনেন অভিনেতা আলি খান।
 
সিনেমা ডন ২-তে ‘দিওয়ান’ চরিত্রে অভিনয় করেছিলেন আলি খান। তিনি বলেন, সিনেমায় শাহরুখ খান একটি দৃশ্য তৈরি করতে চেয়েছিলেন। আর কিং খানের সেই সিদ্ধান্ত মানতে বাধ্য হয়েছিলেন পরিচালক ফারহান আখতার। সেদিন যা ঘটেছিল, সে কথাই জানালেন অভিনেতা আলি খান।

পুরোনো কথা স্মরণ করে আলি বলেন, উনি (এসআরকে) সিনেমার একটি দৃশ্য মুখস্থ করেননি। তাই সহকারী ওনার হাতে চিত্রনাট্য ধরিয়ে দেন।। উনি চিত্রনাট্য দেখে বললেন— 'হ্য়াঁ, ঠিক আছে বস, চলো এবার পড়ি।' আমরা দৃশ্যটি পড়েছি... সবশেষে শাহরুখ নিজেই এক লাইন অ্যাড করে দেন।

আলি খান বলেন, সেই সময় ফারহান সব কিছু খেয়াল করছিলেন— শাহরুখকে দেখছিলেন। শাহরুখ অতিরিক্ত লাইনটি বলার পরই তিনি মাথা নাড়তে থাকেন। এরপর দৃশ্য শেষ হওয়ার পর কিং খান ফারহানের উদ্দেশে বলেন— চল এবার খেতে যাই। এরপরই ফারহান বললেন— শাহরুখ, তুমি যে লাইনটা যোগ করলে ওটা কিন্তু চিত্রনাট্যে নেই। তাই আমার মনে হয়, যেভাবে চিত্রনাট্যে আছে, ওভাবে একবার পড়া হোক।

এরপরই শাহরুখ খান বললেন, ‘আবে সালে, ডন বন রাহা হ্য়ায়, লেকিন ডন কন হ্য়ায়? পাবলিক কো শাহরুখ খান ভি তো দেখনা হ্যায় না। রিল্যাক্স করো, ডোন্ট ওয়ারি। ম্যায় করতা হুঁ না।’ অর্থাৎ কিন্তু ডনটা কে? লোকজন শাহরুখকেও দেখতে চায়। তাই নিশ্চিন্তে থাকো। আমি সব ঠিক করছি।

আলি খানের কথায়, সেই সময় ফারহান শাহরুখকে বিরক্ত না করতে বলেন। তবে পোস্ট প্রোডাকশনের সময় দৃশ্যটি এডিটে বাদ দিতে বলেন। যদিও সিদ্ধান্তটা মোটেও সহজ ছিল না। কারণ শাহরুখও ওই সিনেমার সহপ্রযোজক ছিলেন।

আলি বলেন, অবশেষে শাহরুখ খান তার ইম্প্রোভাইজড লাইন ব্যবহার করেছিলেন। সিনেমাটি বক্স অফিসে হিট হয়েছিল। আর তাই শেষ পর্যন্ত শাহরুখ নিজের ওই লাইনটি ব্যবহার করে তবেই ছেড়েছিলেন। আর ছবিও ছিল ব্লকবাস্টার।

উল্লেখ্য, ফারহান আখতার এবার ডন ৩ আনছেন। যদিও এবার শাহরুখ নন, তার ছেড়ে যাওয়া চটিতে পা গলাচ্ছেন রণবীর সিং। কারণ শাহরুখ ডন-৩ প্রস্তার ফিরিয়ে দিয়েছেন। তথ্যানুযায়ী, শাহরুখ ও ফারহানের সিনেমার গল্প নিয়ে মতবিরোধ ছিল। আর তাই সুপারস্টার এ সিনেমায় অভিনয়ে ‘না’ করে দেন।


এমআর/এসএন


Share this news on:

সর্বশেষ

img
চর্চিত প্রেমিকের সঙ্গে তিরুপতিতে সামান্থা, বিয়ের গুঞ্জন Apr 20, 2025
img
ডলারের দরপতন, আস্থা হারাচ্ছে বিশ্ব? Apr 20, 2025
img
শেষ মুহুর্তের গোলে ইন্দোনেশিয়াকে হারাল বাংলাদেশ Apr 20, 2025
img
তিন দফা দাবিতে কাঁথা-বালিশ নিয়ে জবি শিক্ষার্থীদের ক্যাম্পাসে অবস্থান Apr 20, 2025
img
ফিফা চাইলে ৬৪ দলের বিশ্বকাপ আয়োজন করতে রাজি সৌদি আরব Apr 20, 2025
img
সিরাজগঞ্জে মামা-মামি-বোনকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড Apr 20, 2025
img
নববধূ রেখাকে জুতাপেটা করে বরণ করেছিল শাশুড়ি Apr 20, 2025
img
নগরীর যানজট নিরসনে হকার ব্যবস্থাপনা জরুরি : চসিক মেয়র Apr 20, 2025
img
আজ খারাপ খেলেছি তাই বলা যাবে না তারা চেষ্টা করছে না : সালাউদ্দিন Apr 20, 2025
img
নারীর মরদেহের ময়নাতদন্ত নারী চিকিৎসক দিয়ে কেন নয় প্রশ্নে হাইকোর্টের রুল জারি Apr 20, 2025