স্ত্রী রিয়া মনির সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না হিরো আলম

স্ত্রী রিয়া মনির সঙ্গে কোনো সম্পর্ক না রাখার ঘোষণা দিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তার অভিযোগ, মুমূর্ষু বাবাকে নিয়ে তিনি হাসপাতালে এক মাস অবস্থান করলেও স্ত্রী রিয়া মনি দেখতে আসেননি, বাবার মৃত্যুর খবর পেয়ে লাশও দেখতে আসেননি।
 
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে বগুড়া সদরের এরুলিয়া গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে স্ত্রী রিয়া মনির বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরে ধরেন হিরো আলম।

তিনি বলেন, অনেকবার মাফ করেছি রিয়া মনিকে। আপনারা সবাই জানেন আমি তাকে বয়কট করেছি। বয়কট মানে তার সঙ্গে কোনো সম্পর্ক রাখব না। আমি ঢাকা যাওয়ার পর তার সঙ্গে সেপারেট (আলাদা) হয়ে যাব। যে বক্তব্যগুলো রিয়া মনি আমার বিরুদ্ধে দিচ্ছে, সেগুলো প্রমাণসহ দিতে হবে। এ সময় কোরআন শরিফ হাতে নিয়ে হিরো আলম নিজেকে নির্দোষ দাবি করেন।
 
হিরো আলম বলেন, সে (রিয়া মনি) আমার সাথে ক্যাচাল হলে অন্য ছেলেদের সাথে গান করে, মদ খায়, বারে যায়। অথচ কোরআন শরিফ ছুঁয়ে বলছিল- আমি জীবনে মদ খামু না, বারে যামু না। যে মেয়ে কোরআন শরিফকে এমন অপমান করে কথা বলতে পারে সে আমার সাথে কী অন্যায় করতে পারে বলুন।

গত মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৯টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হিরো আলমের পালক বাবা আবদুর রাজ্জাক। শৈশবে হিরো আলমের অভিভাবকত্ব নেন তিনি। তাঁর প্রকৃত বাবা ২০১৭ সালে মারা যান। পালিত বাবার মরদেহ নিয়ে বুধবার (১৬ এপ্রিল) বগুড়ায় বাড়িতে দাফন করেন তিনি।
 
এরপর নিজের ভেরিফায়েড ফেসবুকে স্ত্রী রিয়া মনিকে নিয়ে ক্ষোভ প্রকাশ করে বয়কটের ঘোষণা দেন। এ নিয়ে রিয়া মনি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে হিরো আলমকে পাল্টা দোষারোপ করেন।
 
বাবার মৃত্যুর খবর জানিয়ে হিরো আলম ফেসবুকে লিখেছিলেন, ‘রিয়া মনিকে আমার জীবন থেকে বয়কট করলাম। কারণ আমার বাবা হসপিটালে। তার পরিবারের কোনো সদস্য আমার বাবাকে এতদিন হসপিটালে দেখতে আসেনি। আমার বাবা বেঁচে থাকতে দেখতে আসলো না?’

এদিকে হিরো আলমের ফেসবুক পোস্টের কথা শুনেছেন দাবি করে রিয়া মনি গণমাধ্যমে পাল্টা জবাব দেন। তিনি বলেন, মানসিকভাবে ঠিক নেই উনি (হিরো আলম), যেহেতু উনার বাবা মারা গেছেন। সত্য কথা বলতে কী এই বিষয়ে আমার বলার কিছু নেই।

একসঙ্গে কাজ করতে গিয়ে রিয়া মনির প্রেমে পড়েছিলেন হিরো আলম। সে কারণেই দ্বিতীয় স্ত্রী মডেল নুসরাত জাহান হিরো আলমকে ডিভোর্স দেন। পরে হিরো আলম রিয়া মনিকে বিয়ে করেন। তার সঙ্গে জুটি বেঁধে বেশ কিছু কাজও করছেন হিরো আলম।

আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম প্রথম সাবিহা আক্তার সুমির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। প্রথম স্ত্রীর ঘরে তার এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। এরপর ঢাকায় গিয়ে মডেল নুসরাত জাহান নামে একজনকে বিয়ে করেন। সবশেষে রিয়া মনিকে বিয়ে করেন।


এমআর/এসএন


Share this news on:

সর্বশেষ

img
পাকিস্তানি ফ্যাশন ডিজাইনারের সঙ্গে কারিনা, বিপাকে অভিনেত্রী Apr 29, 2025
img
ইউআইইউ বন্ধে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির উদ্বেগ প্রকাশ Apr 29, 2025
img
গত ১৫ বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল: প্রধান উপদেষ্টা Apr 29, 2025
img
মাইগ্রেনের পেছনে লুকানো ৭ কারণ Apr 29, 2025
img
পাকিস্তানে তেলবাহী ট্যাংকারে আগুন, দগ্ধ ৬০, নিহত ১ Apr 29, 2025
img
চট্টগ্রামে পুকুরে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ Apr 29, 2025
img
পুলিশ করেনি, আমাকে হয়রানি করিয়েছে আমার আত্মীয়-স্বজন: জয় Apr 29, 2025
img
নিরাপত্তা আশঙ্কায় জম্মু-কাশ্মীরের অর্ধেকেরও বেশি পর্যটনকেন্দ্র বন্ধ করল ভারত Apr 29, 2025
img
শাশুড়ি হিসাবে মৌসুমী ‘কুল’ : নুসরাত Apr 29, 2025
img
কুমিল্লা-সিলেট মহাসড়কে ট্রাক উল্টে ১০ কিমি যানজট Apr 29, 2025