জর্ডানে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ

মিয়ানমারে এশিয়ান কাপ বাছাই পর্ব খেলতে যাওয়ার আগে নিজেদের শক্তি-দূর্বলতা পরখ করতে চায় বাংলাদেশ নারী ফুটবল দল। তাই মে মাসের শেষ দিকে জর্ডানে ত্রিদেশীয় সিরিজ খেলার ব্যবস্থা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাংলাদেশ-জর্ডানের বাইরে অপরদল হচ্ছে ইন্দোনেশিয়া।

ত্রিদেশীয় সিরিজের বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফে নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ। তিনি বাফুফে ভবনে সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘জুন-জুলাইয়ের বাছাই সামনে রেখে আমরা ভালো দেশের সাথে খেলার আয়োজনের চেষ্টা করছিলাম। ব্যক্তিগত যোগাযোগ দিয়ে জর্ডান ও ইন্দোনেশিয়ার সাথে একটা ত্রিদেশীয় টুর্নামেন্টের আয়োজনের ব্যাপারে সম্মত হতে পেরেছি। ম্যাচগুলো হবে জর্ডানে।

সেখানে দুইটা ম্যাচ খেলব আমরা। প্রথম ম্যাচ ৩১ মে, দ্বিতীয়টি ৩ জুন। এ জন্য দল ২৭ মে জর্ডানের উদ্দেশে রওনা দেবে।’ বাংলাদেশের থেকে র‌্যাংকিংয়ে বেশ এগিয়ে জর্ডান ও ইন্দোনেশিয়া।

দুই শক্তিশালী দলের বিপক্ষে খেলে এশিয়ান বাছাই পর্বের দল সাজাতে কোচ পিটার বাটলারের সুবিধা হবে বলে জানিয়েছেন কিরণ। বাফুফের নারী উইংয়ের প্রধান বলেছেন, ‘ফিফা র‌্যাঙ্কিংয়ে জর্ডান ৭৪তম এবং ইন্দোনেশিয়া ৯৪তম, আমাদের (বাংলাদেশ, ১৩৩তম) চেয়ে অনেক এগিয়ে। আমরা চেয়েছিলাম, এশিয়ান কাপের বাছাইয়ের আগে আমাদের দল শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলুক, তারা তাদের ঘাটতিগুলো বুঝতে পারুক এবং কোচও বুঝতে পারুক দলকে কিভাবে তৈরি করতে হবে।’

বাংলাদেশের হয়ে ১০জন ফুটবলার ভুটান লিগে খেলতে গেছেন। ত্রিদেশীয় সিরিজে তাদের দেখা যাবে কিনা এমন প্রশ্নে কিরণ বলেছেন, ‘ কোচের সাথে এটা নিয়ে আলোচনা হয়নি।
কোচের সিদ্ধান্ত, এখানে আমি হস্তক্ষেপ করব না। কোচ যেটা মনে করবেন, যেভাবে ইচ্ছা দল সাজাবেন, সেটা তিনি ঠিক করবেন। কোচের চাহিদা অনুযায়ী আমরা পদক্ষেপ নিব।’

তবে ভুটানে যাওয়া খেলোয়াড়দের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন কিরণ। তিনি বলেছেন, ‘তাদের সাথেও আমার কথা হয়েছে। বিশেষ করে সাবিনার সাথেও কথা বলেছি ওদের যাওয়ার আগে। সে আমাকে বলেছে, পারো এফসির অনুশীলন সুবিধা ভালো। সেদিক থেকে ওরা অনুশীলনের মধ্যে থাকবে। ফিট থাকবে। একটা নির্দিষ্ট সময় পর যখন ওদের ডাকা হবে, তখন ওরা দলের সাথে যোগ দিবে।’

এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশের গ্রুপ সঙ্গী স্বাগতিক মিয়ানমারসহ বাইরাইন ও তুর্কেমেনিস্তান। গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে প্রথমবারের মতো এশিয়া কাপে খেলার সুযোগ পাবে বাংলাদেশ।

আরআর/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ডলারের দরপতন, আস্থা হারাচ্ছে বিশ্ব? Apr 20, 2025
img
শেষ মুহুর্তের গোলে ইন্দোনেশিয়াকে হারাল বাংলাদেশ Apr 20, 2025
img
তিন দফা দাবিতে কাঁথা-বালিশ নিয়ে জবি শিক্ষার্থীদের ক্যাম্পাসে অবস্থান Apr 20, 2025
img
ফিফা চাইলে ৬৪ দলের বিশ্বকাপ আয়োজন করতে রাজি সৌদি আরব Apr 20, 2025
img
সিরাজগঞ্জে মামা-মামি-বোনকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড Apr 20, 2025
img
নববধূ রেখাকে জুতাপেটা করে বরণ করেছিল শাশুড়ি Apr 20, 2025
img
নগরীর যানজট নিরসনে হকার ব্যবস্থাপনা জরুরি : চসিক মেয়র Apr 20, 2025
img
আজ খারাপ খেলেছি তাই বলা যাবে না তারা চেষ্টা করছে না : সালাউদ্দিন Apr 20, 2025
img
নারীর মরদেহের ময়নাতদন্ত নারী চিকিৎসক দিয়ে কেন নয় প্রশ্নে হাইকোর্টের রুল জারি Apr 20, 2025
img
সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী বিপুর ৪৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ, গাড়ি-এ্যাপার্টমেন্ট জব্দ Apr 20, 2025