তারকাদের চেহারার দিকে নজর থাকে সকলের। তাদের সামান্য ওজন বাড়া-কমাও নজর এড়ায় না নেটিজেনদের। এমনই পরিস্থিতিতে গত কয়েক মাস থেকে নেটিজেনদের মাঝে আলোচনা রয়েছেন পরিচালক করণ জোহর। চোখে পড়ার মতো রোগা হয়ে গেছের তিনি।
এবার সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন তিনি নিজেই। একই সঙ্গে আশ্বস্ত হলেন অনুরাগীরাও। অসুস্থতা নয়, বরং পরিশ্রম করে শরীরের এ অবস্থা হয়েছে বলে জানিয়েছেন।
বৃহস্পতিবার তার আসন্ন ছবি ‘কেশরি চ্যাপ্টর ২’-এর প্রচার হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ করেন তিনি। অনন্যা পাণ্ডে-অক্ষয় কুমারের এই ছবি নিয়ে কথা বলতে গিয়ে অনুরাগীদের প্রশ্নের উত্তরও দেন। তখনই উঠে আসে তার সাম্প্রতিক চেহারার কথাও।
এ সময় করণ জানান, কোনও ওষুধ খেয়ে ওজন কমাননি তিনি। বরং পরিশ্রম করেছেন। তার কথায়, ‘অনেক পরিশ্রম করেছি। যেমন কানাঘুষো শোনা যাচ্ছিল। তেমন কোনও ওষুধ খাইনি।’ পাশাপাশি অনুরাগীরা তার এ স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হওয়ায় তাদেরও আশ্বস্ত করেছেন।
তিনি আরও বলেন,‘আরে আমি দারুণ আছি। এর আগে কখনও এত খুশি, এত হালকা অনুভব করিনি। যথাযথ উপায়েই আমি ওজন কমিয়েছি।’ করণ জানিয়েছেন, তিনি রোজ সকালে নতুন উদ্যমে কাজ শুরু করেন। আর তাই তিনি এখন দারুণ খুশি।
এসএন