চ্যাম্পিয়ন্স ট্রফির পর আবারো ক্রিকেটে ফেরার অপেক্ষায় বাংলাদেশ দল। আগামী ২০ এপ্রিল থেকে সিলেটের মাটিতে শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি। আসন্ন এই সিরিজ সামনে রেখে এরই মধ্যে সিলেটে টাইগারদের ক্যাম্প শুরু হয়েছে।
স্কোয়াডে থাকা সকল সদস্যরাই রয়েছেন ক্যাম্পের অনুশীলনে। আজ বৃৃহস্পতিবার সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। সেখানে জানিয়েছেন ঘরের মাঠে টেস্টে ভালো করার কথা।
ফাহিম বলছিলেন, 'অবশ্যই আমাদেরকে সাবধান করবে (ঘরের মাঠে ভালো করতে)। আমাদের অনুশীলনকে আরো গভীরভাবে দেখার চেষ্টা করবে খেলোয়াড়রা। নিজেদের ঘরের মাঠে জেতাটা অন্য ধরনের একটা সন্তুষ্টি কাজ করে, সেটাও তাদের মাথায় নিশ্চয়ই থাকবে।'
জিম্বাবুয়ে তুলনামূলক খর্ব শক্তির দল হলেও বাংলাদেশের ভালো করার ব্যাপারে জোর দিচ্ছেন ফাহিম, 'জিম্বাবুয়ে তুলনামূলক ভাবে অনেক শক্তিশালী দল না। কিন্তু তারা একটি টেস্ট দল, তারা টেস্ট খেলতে আসছে সেটা আমাদের মাথায় থাকবে। চেষ্টা করা উচিত যে এটার একটা সর্বোচ্চ ব্যবহার করা। এবং যারা সুযোগ পাবে তারা যেন তাদের সেরাটা উপহার দিতে পারে।'
আসন্ন টেস্টের উইকেট নিয়ে ফাহিম বলেন, 'আমি তো আশা করি একটা স্পোর্টিং উইকেটের। শুধু এই জন্য না আমাদের ভালো একটা পেস বোলিং ইউনিট আছে। কারণ আমরা যদি সবকিছু মাথায় রাখি দেশের খেলা বা দেশের বাইরের খেলা, আইসিসি ইভেন্টের খেলা। আমাদের সবাইকে ভালো খেলতে হবে, যেখানে স্পিন সহায়তা খুব বেশি থাকে না। ঘরের মাটিতে যেসব খেলা আছে এমন কন্ডিশনে খেলা উচিত যেখানে খেললে আমরা সবদিক থেকেই সুবিধা পাব।'
এসএন