থিয়েটারে সুপারহিট হলেও ওটিটিতে আশানুরূপ সাড়া ফেলতে পারেনি ভিকি কৌশল ও রাশমিকা মান্দানার প্রথম জুটি বাঁধা ছবি ‘ছাভা’। ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটি মুক্তির পর ভারতীয় বক্স অফিসে ভালো ব্যবসা করলেও ১১ এপ্রিল নেটফ্লিক্সে আসার পর দর্শক টানায় কিছুটা পিছিয়ে পড়েছে।
নেটফ্লিক্সের ৭ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত অফিসিয়াল তথ্য অনুযায়ী, ‘ছাভা’ প্রথম সপ্তাহে পেয়েছে ২.২ মিলিয়ন ভিউয়ার এবং ৫.৯ মিলিয়ন ঘণ্টা ওয়াচটাইম। নন-ইংলিশ গ্লোবাল সেরা ১০ তালিকায় এটি রয়েছে ৪র্থ অবস্থানে। তবে ভারতে ছবিটি নেটফ্লিক্স টপ ১০-এ এক নম্বরে থাকলেও আন্তর্জাতিকভাবে কোনো দেশের তালিকায় শীর্ষে উঠতে পারেনি।
বিশ্বের যেসব দেশে ছবিটি টপ ১০-এ জায়গা পেয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে মরিশাস, নাইজেরিয়া, বাংলাদেশ, বাহরাইন, মালদ্বীপ, ওমান, পাকিস্তান, কাতার এবং ইউএই।
তবে একই বছরে মুক্তিপ্রাপ্ত অন্য কিছু হিন্দি ছবির তুলনায় ‘ছাভা’র ওটিটি পারফরম্যান্স তুলনামূলকভাবে পিছিয়ে। যেমন, শাহিদ কাপুরের ‘দেবা’ পেয়েছে ২.৮ মিলিয়ন, ‘নাদানিয়াঁ’ পেয়েছে ৩.৯ মিলিয়ন, আর ‘ধুম ধাম’ শীর্ষে রয়েছে ৪.১ মিলিয়ন ভিউয়ারশিপ নিয়ে। ‘ছাভা’র নিচে রয়েছে শুধু ‘আজাদ’ (১.১ মিলিয়ন) ও ‘ইমারজেন্সি’ (১.৪ মিলিয়ন)।
বিশ্লেষকদের মতে, থিয়েটারে ছবিটির ব্যাপক সাফল্যই হয়তো ওটিটিতে দর্শকসংখ্যা কমে যাওয়ার অন্যতম কারণ। অনেক দর্শক হয়তো প্রেক্ষাগৃহে দেখে ফেলেছেন, ফলে পুনরায় ওটিটিতে দেখার আগ্রহ কমে গেছে। তবুও, গ্লোবাল চার্টে অবস্থান ধরে রাখা এবং বেশ কিছু দেশে ট্রেন্ডিং থাকা ‘ছাভা’র জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবেই ধরা যায়।
আরআর/এসএন