জাতিসংঘের ইউরোপীয় অর্থনৈতিক কমিশন (ইউএনইসিই) প্রণীত ‘সীমান্তবর্তী জলপথ ও আন্তর্জাতিক হ্রদসমূহের সুরক্ষা ও ব্যবহারসংক্রান্ত কনভেনশনে’ যুক্ত হচ্ছে বাংলাদেশ। এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯৯২ সালে প্রণীত এবং ১৯৯৬ সালে কার্যকর হওয়া এই কনভেনশনটি ২০১৩ সাল থেকে বিশ্বের সব দেশের জন্য উন্মুক্ত করা হয়। বর্তমানে ৫৫টি দেশ এতে পক্ষভুক্ত এবং আরও ২৬টি দেশ স্বাক্ষরকারী হিসেবে যুক্ত রয়েছে।
বাংলাদেশের পক্ষভুক্তির ফলে আন্তঃসীমান্ত ও আন্তর্জাতিক জলাশয়ের পানির সুষম ও ন্যায্য ব্যবস্থাপনা, পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ, তথ্য আদান-প্রদান এবং কারিগরি সহযোগিতার সুযোগ তৈরি হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
এ সিদ্ধান্তের আগে একাধিক পরামর্শ সভা, জাতীয় কর্মশালা, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মতামত গ্রহণ এবং কনভেনশনের অনুচ্ছেদভিত্তিক বিশ্লেষণসহ প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলেও উল্লেখ করা হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের মতে, বাংলাদেশের এ সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনে পানিসম্পদ ব্যবস্থাপনায় একটি নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হবে। এটি দেশের পরিবেশগত সুরক্ষা, পানিসম্পদ উন্নয়ন ও প্রতিবেশ সংরক্ষণের পথ আরও সুসংহত করবে।
এসএস