রিয়াল মাদ্রিদে ফেরার পর তিন মৌসুমে ১১টি শিরোপা এনে দিলেও, সেই রূপকথার যাত্রা হয়তো শেষের পথে—চলতি মাসের শেষে আনচেলত্তিকে বিদায় জানাতে পারে রিয়াল মাদ্রিদ।
ইংলিশ সংবাদমাধ্যম স্কাই স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, ২৬ এপ্রিল অনুষ্ঠিতব্য কোপা দেল রে ফাইনালের পর আনচেলত্তির সঙ্গে পথ আলাদা করতে যাচ্ছে ক্লাবটি।
চলতি মৌসুমে লা লিগায় বার্সেলোনার চেয়ে পিছিয়ে রয়েছে রিয়াল, সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ থেকে কোয়ার্টার ফাইনালে আর্সেনালের কাছে ৫-১ গোলে লজ্জাজনকভাবে বিদায়—সব মিলিয়ে ক্লাব কর্তৃপক্ষ সন্তুষ্ট নয় দলটির পারফরম্যান্সে।
আনচেলত্তি নিজেও এমন ইঙ্গিত দিয়েছেন সংবাদ সম্মেলনে। তিনি বলেন, “সম্ভবত ক্লাব আমাকে সরিয়ে দেবে। এটা কাল হতে পারে, দশ দিন বা এক মাস পরেও।”
রিয়ালের ভবিষ্যৎ কোচ হিসেবে আলোচনায় আছেন সাবেক মিডফিল্ডার জাবি আলোনসো এবং সদ্য বিদায়ী লিভারপুল বস ইয়ুর্গেন ক্লপ। যদিও আলোনসো লেভারকুসেনের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন, তাই তাকে পাওয়া সহজ হবে না বলে জানিয়েছেন সাবেক সভাপতি র্যামন ক্যালডারন।
অন্যদিকে, আনচেলত্তির পরবর্তী গন্তব্য হতে পারে ব্রাজিল জাতীয় দল। স্কাই স্পোর্টস জানিয়েছে, ব্রাজিল ফুটবল কনফেডারেশন ইতোমধ্যে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে, তবে এখনো কিছু নিশ্চিত হয়নি।
এসএস