পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে এবার এনওসি পেয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার—রিশাদ হোসেন ও লিটন কুমার দাস। ইনজুরির কারণে লিটন ফিরে এলেও পিএসএলে রিশাদ হোসেন বল হাতে দারুণ পারফরম্যান্স দেখাচ্ছেন।
রিশাদ প্রথম ম্যাচে বেঞ্চে থাকলেও পরের দুই ম্যাচে বল হাতে নিয়েছেন ৬ উইকেট। প্রথম ম্যাচে ৩ উইকেট নেয়ার পর দ্বিতীয় ম্যাচে ২৬ রান খরচে নিয়েছেন আরো ৩ উইকেট। তার এই দুর্দান্ত পারফরম্যান্সে খুশি বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম।
আজ (বৃহস্পতিবার) সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ফাহিম বলেন, "রিশাদের সঙ্গে কাল কথা হয়েছে। ওর খেলায় খুব ফোকাসড আছে, এবং ভালো রেজাল্ট করাটা খুব জরুরি। শুরুতেই ভালো খেলেছে, এটা ওকে কনফিডেন্স দেবে এবং দলেও ওর জায়গাটা শক্ত করবে।"
ফাহিম আরও বলেন, "রিশাদ তরুণ খেলোয়াড়, তবে আন্তর্জাতিক স্তরে খেলার অভিজ্ঞতা তার বেশি নেই। আমি আশা করি, বাইরে এভাবে খেলার অভিজ্ঞতাকে সে দারুণভাবে কাজে লাগাবে। যখন সে ফিরে আসবে, আমরা তাকে অন্য এক রিশাদ হিসেবে পাবো—একজন পরিণত রিশাদ।"
তিন ম্যাচে দুই জয় নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে রিশাদের দল লাহোর কালান্দার্স। ২ ম্যাচে ৬ উইকেট নিয়ে যৌথভাবে সেরা উইকেট শিকারির তালিকায় দুইয়ে রয়েছেন রিশাদ, এবং তার বোলিং এভারেজ মাত্র ৯.৫, যা সেরা উইকেট শিকারিদের তালিকায় সর্বনিম্ন।
এসএস