ঝিনাইদহের কালীগঞ্জে সারবোঝাই একটি ট্রাক উল্টে আশরাফুল ইসলাম (৪৫) নামে এক হেলপার নিহত হয়েছেন। দুর্ঘটনায় আলী হোসেন নামে আরেকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আশরাফুল ইসলাম ঝিনাইদহ সদর উপজেলার শিকারপুর গ্রামের বাসিন্দা।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, ট্রাকটি যশোর থেকে সারবোঝাই করে ঝিনাইদহ যাচ্ছিল। পথে পেছনের চাকা পাংচার হলে চালক ও হেলপার সেটি মেরামতের চেষ্টা করছিলেন। এ সময় ট্রাকটি হঠাৎ উল্টে যায়।
স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে আলী হোসেনকে জীবিত উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় ২০ মিনিটের মাথায় আশরাফুলের মরদেহ উদ্ধার করা হয়।
আহত আলী হোসেনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইমরান হোসেন।
এসএস