রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চত্বর থেকে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি মো. আরিফ (৩২) পালিয়ে গেছেন। বৃহস্পতিবার দুপুর পৌনে ৩টার দিকে হাজিরা শেষে পুলিশের হাত থেকে তিনি পালিয়ে যান।
আসামি আরিফ নগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া ডাবতলা এলাকার বাসিন্দা এবং জাকির হোসেনের ছেলে।
পুলিশ জানায়, আদালতে হাজিরা শেষে কনস্টেবল মাহমুদুল হাসানের হেফাজতে হাতকড়া পরা অবস্থায় মেট্রোকোর্ট হাজতখানায় নেওয়ার সময় সুযোগ বুঝে পালিয়ে যান আরিফ। ঘটনার পরপরই পুলিশ তাকে ধরতে অভিযান শুরু করে।
রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) সাবিনা ইয়াসমিন বলেন, “ঘটনার পর থেকে আরিফকে গ্রেপ্তারে তৎপরতা চলছে। এখনো তাকে ধরা সম্ভব হয়নি। দায়িত্বে অবহেলা থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
শেষ খবর পাওয়া পর্যন্ত সন্ধ্যা সাড়ে ৬টায়ও তাকে খুঁজে পাওয়া যায়নি।
এসএস