অভিনেতা ও পরিচালক অরিন্দম শীল নিজেকে ঘিরে ওঠা যৌন হেনস্তার অভিযোগ নিয়ে ফের মুখ খুলেছেন। সম্প্রতি এক টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি দাবি করেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যে এবং উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, “ওর গালে শুধু ছোঁয়া লেগেছিল, আমাকে ফাঁসানো হয়েছে।”
অরিন্দম শীল জানান, শুটিং ফ্লোরে যেখানে একাধিক টেকনিশিয়ান উপস্থিত ছিলেন, সেখানে এমন অপ্রীতিকর কোনো ঘটনা ঘটতে পারে না। তিনি বলেন, “আমি যেহেতু একজন অভিনেতা, অনেক সময় দৃশ্য অনুযায়ী বিভিন্ন ধরনের এক্সপ্রেশন বা শারীরিক অবস্থান দেখাতে হয়। ঘটনাটা এমনই এক মুহূর্তের—যেখানে শুট চলাকালীন এক অভিনেত্রীর গালের পাশে আমার মুখটা একবার লেগে গিয়েছিল। এটা নিছকই একটা অ্যাক্সিডেন্ট ছিল।”
তবে তার মতে, এই ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে তাকে ফাঁসানোর চেষ্টা হয়েছে। তিনি বলেন, “আমার ওপর অনেকের রাগ আছে। তারা সবাই মিলে আমাকে ফাঁসিয়েছে। এদের মধ্যে আমার তথাকথিত সহকর্মী ও বন্ধুরাও রয়েছে। ইন্ডাস্ট্রিতে কেউ কারও বন্ধু নয়, সেটা এবার ভালোভাবেই বুঝলাম।”
অভিযোগ ওঠার পরপরই অরিন্দম শীলকে পরিচালকদের প্যানেল থেকে বরখাস্ত করা হয়। এক অভিনেত্রী তার বিরুদ্ধে মামলাও করেন। তবে শুরু থেকেই অরিন্দম এই অভিযোগকে অস্বীকার করে এসেছেন। এবার তার বক্তব্যে ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ রাজনীতি ও দ্বন্দ্বের ইঙ্গিতও উঠে এসেছে। বিষয়টি ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে চলচ্চিত্র অঙ্গনে।
আরআর/টিএ