পাকিস্তানের পেসার হাসান আলি অবশেষে ক্ষমা চাইলেন বাবর আজমকে নিয়ে করা মন্তব্যের জন্য। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের সময় বাবরকে ‘রাজা’ বলে সম্বোধন করেছিলেন তিনি, যার জন্য নানা সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে। দুই বছর পর পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর মাঝেই সেই মন্তব্য নিয়ে দুঃখ প্রকাশ করলেন এই পেসার।
তখন হাসান বলেছিলেন, “রাজা করে নেবে” বোঝাতে চেয়েছিলেন, দলের সবাই ব্যর্থ হলেও বাবর রান করবেন। কিন্তু বাস্তবে বিশ্বকাপে বাবরের ফর্ম ছিল হতাশাজনক। এরপর থেকেই হাসানের সেই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের বিষয় হয়ে দাঁড়ায়।
সম্প্রতি পিএসএলের এক সংবাদ সম্মেলনে হাসান আলি বলেন, “আগে বলেছিলাম ‘রাজা করে নেবে’। এরপর অনেক কিছু হয়েছে, অনেকে নানা কথা বলেছেন। কেউ যদি মনে করেন, এই কথাটা বলে আমি ভুল করেছি, তবে আমি দুঃখিত। ক্ষমা চাইছি।”
তবে নিজের অবস্থানে তিনি এখনও অটল। বলেন, “আমার বক্তব্য একই থাকবে। বাবর সেরা। ও রানে ফিরবেই। সকলেরই খারাপ সময় আসে।”
পিএসএলে করাচি কিংসের হয়ে খেলছেন হাসান আলি। এখন পর্যন্ত দুর্দান্ত পারফর্ম করছেন তিনি। প্রথম দুই ম্যাচে নিয়েছেন পাঁচটি উইকেট। লাহোর কালান্দার্সের বিপক্ষে এক ম্যাচে চার উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে করেন ২৫ বলে ২৭ রান। যদিও দলের জয় অধরা ছিল।
বর্তমানে পয়েন্ট টেবিলে করাচি কিংস রয়েছে চতুর্থ স্থানে।
আরআর/টিএ