রাজশাহীর পুঠিয়ায় পুরানো পৌরসভা ভবনে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বেশ কিছু পণ্য। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
পুঠিয়া ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সরোয়ার হোসেন জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের একটি দল। আগুনে টিসিবির তেল, মসুর ডাল ও চালসহ বেশ কিছু পণ্য পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, আগুন লাগার কারণ হিসেবে বৈদ্যুতিক শর্ট সার্কিটকেই সম্ভাব্য উৎস হিসেবে চিহ্নিত করা হয়েছে। আগুন লাগার স্থানে একটি পুরোনো ইলেকট্রিক বোর্ড ছিল এবং সেটিও পুড়ে গেছে।
এ বিষয়ে পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক বলেন, ভবনটি বর্তমানে অফিস হিসেবে ব্যবহৃত না হলেও গোডাউন হিসেবে ব্যবহৃত হচ্ছিল। টিসিবির কিছু পণ্য সেখানে সংরক্ষিত ছিল। তবে বড় ধরনের ক্ষতির আশঙ্কা নেই, কারণ বেশিরভাগ পণ্য ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে।
তিনি আরও বলেন, ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও নির্ধারণ করা হয়নি। তবে অগ্নিকাণ্ডের উৎস হিসেবে ফায়ার সার্ভিস বৈদ্যুতিক শর্ট সার্কিটের দিকেই ইঙ্গিত করেছে।
আরআর/টিএ